ভুয়া মুক্তিযোদ্ধাদের ঝাঁটা মেরে বিদায় করা হবে

প্রথম সেবা ডেস্ক ॥ মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা ভুয়া মুক্তিযোদ্ধা হয়েছেন তাদের খুঁজে বের করে ঝাঁটা মেরে বিদায় করা হবে। জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ প্রজন্ম সংসদ আয়োজিত ‘মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধাদের কল্যাণ বিগত সরকারের সাফল্য ও বর্তমান সরকারের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। মোজাম্মেল হক বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনায় ও স্বাধীনতায় বিশ্বাসী। তাই তিনি মুক্তিযোদ্ধাদের বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছেন এবং তাদের জন্য আবাসন ব্যবস্থা করা হবেও জানিয়েছেন তিনি।” মন্ত্রী বলেন, “মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচনে যারা নির্বাচিত হবেন বা হবেন না, তারা সবাই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় থেকে সমান সুযোগ-সুবিধা পাবেন। সভায় মন্ত্রীর কাছে বাংলাদেশ প্রজন্ম সংসদের পক্ষ থেকে ২১ দফা দাবি পেশ করা হয়। বাংলাদেশ প্রজন্ম সংসদের সভাপতি এ এন এম ওয়ালীউর রহমান মোল্লার সভাপতিত্বে আরো বক্তব্য দেন সৈয়দ আহমেদ সেলিম, হুমায়ুন কবির ডালিসহ সংগঠনের অন্যান্য নেতারা। সুত্র দৈনিক প্রভাকর ১২/০৫/২০১৪

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *