মাধবপুরে শিক্ষক দম্পত্তির বাসায় চুরির ঘটনায় ৩ চোর ৫ ডাকাত গ্রেফতার

ওমর ফারুক/মোঃ আল বেলাল রিপন ॥ মাধবপুর পৌরসভার শ্যামলী আবাসিক এলাকায় শিক্ষক দম্পত্তির বাসায় দুঃসাহসিক চুরির ঘটনায় ৩ চোর ও ৫ ডাকাত কে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ সাইফুল হক মৃধা ও তার স্ত্রী কাটিয়ারা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা প্রতিদিনের ন্যায় শনিবার সকাল প্রায় ৯ টার দিকে বাসার গেইটে তালা দিয়ে স্কুলে চলে যায়। দুপুরে তারা বাসায় এসে দেখতে পায় রুম গুলোর তালা ভাঙ্গা। রুমের ভেতরের আলমারি জিনিসপত্র এলোমেলো এবং ড্রয়ারে রাখা প্রায় নগদ ১৫ হাজার টাকা, ২৪ ভরি স্বনালংকা ও মূল্যবান জিনিস-পত্র নাই। এ ব্যাপারে ওই দিন সন্ধ্যায় থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে। ঘটনার তদন্তকারী এসআই মমিনুল ইসলাম সাপ্তাহিক প্রথম সেবা কে জানান, শিক্ষক দম্পত্তির বাসা থেকে চুরি করে নেয়া স্বর্ন ও টাকার ভাগ-বাটোয়ারা করার জন্য ওই দিন রাত প্রায় সাড়ে ১১ টার দিকে চোরেরা উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া মাঠে বসে। গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম মাধবপুরে মতি মিয়া ওরুপে মতি কসাই’র ছেলে ইজাজুল ইসলাম (২৪), ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাছির নগর উপজেলার কুলিকুন্ডা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে জামাল হোসেন (২৫) ও বিজয়নগর উপজেলার সাতগাঁও গ্রামের ফায়েজ মিয়ার ছেলে ছোট্টু মিয়া (২৩) কে আটক করলেও অন্য চোরেরা পালিয় যায়। তারা ওই শিক্ষকের বাসা চুরি করে লুন্ঠিত স্বর্নের মধ্যে ৪ ভরি স্বর্ন মাধবপুর বাজারের স্বর্ন ব্যবসায়ী অনিল বনিকের ছেলে অনল বনিকের কাছে ১ লক্ষ ২০ হাজার টাকা বিক্রি করে। তাদের স্বীকারোক্তি মতে বাজারের অনিল বনিকের দোকানে অভিযান চালিয়ে ৩ ভরি স্বর্ন উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চোরাই স্বর্ন ক্রেতা অনিল বনিক পালিয়ে গেছে। তবে এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে অপর স্বর্ন ব্যবসায়ী কাটিয়ারা গ্রামের মনিন্দ্র বনিকের ছেলে তরুন বনিককে আটক করা হয়েছে। নাম না প্রকাশ করার সর্ত্ত্বে জনৈক স্বর্ন ব্যবসায়ী জানান- দীর্ঘদিন ধরে ”কে” স্বর্ন ব্যবসায়ী চোরাই স্বর্ন ক্রয় করে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। গত বুধবার রাত্রে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানা পুলিশের সহযোগিতায় শায়েস্তাগঞ্জ গুলচত্বর এলাকাতে অভিযান চালিয়ে চুরির সাথে জড়িত থাকার অভিযোগে বিজয়নগর উপজেলার কেনাবুধন্তী গ্রামের কালু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত আব্দুল্লাহ (২৫) ও বি-বাড়ীয়া জেলার সুলতানপুর গ্রামের মৃত্য রুক্কু মিয়ার ছেলে কুখ্যাত ডাকাত সোহেল (৩২) কে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসে। তাদের তথ্য অনুসারে চুরির সাথে জড়িত থাকায় ঢাকার বিভিন্ন স্থানে তল্লাশী চালিয়ে মাধবপুর উপজেলার গোপালপুর গ্রামের অলিউর রহমানের ছেলে কুখ্যাত ডাকাত আতাউর রহমান আতাউর (৪৫), একেই উপজেলার বেঙ্গাডুবা এলাকার নূর আলীর ছেলে ডাকাত আলাউদ্দিন (৪৫), নাছিরনগর উপজেলার ছোয়েরকুড়ি এলাকার বাচ্চু মিয়ার ছেলে ডাকাত আলমগীর (৩০) কে আটক করে মাধবপুর থানায় নিয়ে আসা হয়। মাধবপুর থানার ভারপ্রাপ্ত র্কমকর্তা আব্দুল বাছেদ জানান আটককৃত ডাকাতদের একএক জনের বিরুদ্ধে মাধবপুর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *