চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে কম্পিউটার কোর্সের শত ভাগ সাফল্য

আবুল কালাম : চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চূড়ান্ত পরীক্ষার ফলাফলে এবারো শত ভাগ সাফল্য অর্জিত হয়েছে। ৫৯জন ছাত্র/ছাত্র চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্লাস সহ শতভাগ পাশ করেছে। গত বৃহস্পতিবার কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েব সাইটে সারা দেশে স্বল্প মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠান সমূহের ফলাফল প্রকাশিত হয়। গত ২৬ ডিসেম্বর সারা দেশে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই ভাবে চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার সহ কারিগরি শিক্ষাবোর্ডের অনুমোদিত হবিগঞ্জের ১৩টি প্রতিষ্ঠানের ৭ শতাধিক ছাত্র-ছাত্রী হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করে। অন্যান্য প্রতিষ্ঠান সমূহে অকৃতকার্য হলেও ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারে ৫৯জন ছাত্র-ছাত্রীই এ-প্লাস পেয়ে কৃতকার্য হয়েছে। কৃতকার্যরা শিক্ষার্থীরা হলো- শামীমা আক্তার শাপলা (আজিমাবাদ), সুলতানা রাজিয়া (আমকান্দি), তৈয়বা খাতুন (বাল্লারোড), কাজী দেলোয়ার হোসেন (আমকান্দি), শারমিন বেগম (ধরমন্ডল), আকলিমা আক্তার চৌধুরী (গাজীনগর), রনি ধর (রাজাপুর), রুবেল মিয়া (রাণীগাঁও), আব্দুল আজিজ (হলহলিয়া), তৌফিক মিয়া (রাণীগাঁও), মতিউর রহমান (পাচারগাঁও), কুহিনুর সুলতানা জুই (বাল্লারোড), শারমিন আক্তা শিলা (হাতুন্ডা), প্রিয়াংকা দেব মৌসুমী (রাজাপুর), রহিমা খাতুন (দক্ষিণ দেওরগাছ), তাহমিনা আক্তার (দক্ষিণ নরপতি), ইমা আক্তার (দেওরগাছ), ফারজানা আক্তার শিরিন (দ্বিমাগুরুন্ডা), কামরুন্নাহার (দেওরগাছ), সুমি আক্তার (মুছিকান্দি), শামসুর রহমান সোহাগ (কেউন্দা), আব্দুস সাহিদ (দেওরগাছ), মোশাহিদ আলী (দেওলগাঁও), শামসুদ্দিন আহমেদ (ইনাতাবাদ), জহিরুল ইসলাম (জুড়িয়া, বড়বাড়ী), সুজেল মিয়া (গোগাউড়া), খাইরুল আসলম (পীরেরগাঁও), শাকিরা আক্তার চৌধুরী (পীরেরগাঁও), সাবিকুন্নাহার জেবিন (পীরেরগাঁও), রিমু আক্তার (পীরেরগাঁও), তামান্না আক্তার তারিন (বাগবাড়ী),  মারজিয়া সুলতানা মনি (গাভীগাঁও), ফয়জুন্নেছা (ঘনশ্যামপুর), হাফসা আক্তার (বাগবাড়ী), মাহফুজুর রহমান (নূরমোহাম্মদপুর), রাজ কমল দাশ (চানপুর, বালাগঞ্জ), মাহবুবুর রহমান (বাহুটিয়াকান্দা, সিলেট), আশরাফুল ইসলাম (বাঘবাড়ী), মোনায়েম মিয়া (ষাড়েরকোনা), তপন চন্দ্র দাশ (মিরাশী), সৈয়দ তাশফিক (চানভাঙ্গা), শুভ দেব (পূর্ববরচর), লিটন চন্দ্র দাশ (চানপুর), এ.বি.এম কামরুজ্জামান (চন্দনা), দুলাল চন্দ্র দেব (বড়রচর, শায়েস্তাগঞ্জ), শুভাষীশ আহির (দারাগাঁও চা বাগান), সন্তোষ কর (তালিবপুর), খাদিজা আক্তার (জগন্নাথপুর), শেখ শিরিন আক্তার (ইনাতাবাদ), সৈয়দা তুনাজ্জিন সুলতানা (লতিফপুর), শাহনাজ পারভীন (ভোলারজুম), নাদিরা সুলতানা (হাতুন্ডা), আছমা আক্তার (বাগবাড়ী), তানিয়া আক্তার (আলোনিয়া) উল্লেখ্য যে, চুনারুঘাট ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টারটি ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড এর অধীনে চুনারুঘাট উপজেলা একমাত্র কম্পিউটার শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পায়। যার কোড নং- ৬৩০১৭। ২০১৩ সালে বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ব্যানবেইস কর্তৃক ইন নাম্বার লাভ করে। যার ইন নং- ১৩৫৬৫১। প্রতি ৩ ও ৬ মাস মেয়াদী কম্পিউটার অফিস এপ্লিকেশন কোর্স শেষে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিয়ে এ প্রতিষ্ঠান থেকে বরাবরই এ প্লাস সহ শতভাগ ছাত্র/ছাত্রীরা পাশ করে আসছে। উক্ত প্রতিষ্ঠানে কম্পিউটার বিষয়ে জ্ঞান অর্জনের পাশাপাশি কারিগরি শিক্ষা বোর্ডের সনদপ্রাপ্ত হয়ে বিপুল সংখ্যক বেকার শিক্ষিত যুবক-যুবতি কর্ম সংস্থানের সুযোগ লাভ করছে। ইতিপূর্বে হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদ হাসান ও জেলা প্রশাসক জয়নাল আবেদীন, উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর, সাবেক উপজেলা নির্বাহী অফিসার নেছার আহমেদ ও কারিগরি শিক্ষা বোর্ডের বিভাগীয় কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ ইকরা কম্পিউটার ট্রেনিং সেন্টার পরিদর্শন করে পাঠদান ও ফলাফল সহ সার্বিক বিষয়ে প্রশংসা করেছেন। অব্যাহত ফলাফল অর্জনে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা পরিচালক ইসমাইল হোসেন বাচ্চু।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *