ছুরুক আলী চেয়ারম্যানের ১ম মৃত্যু বাষির্কী পালিত

রায়হান আহমেদ ॥ চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ও দেওরগাছ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আজিজুর রহমান ছুরক আলীর প্রথম মৃত্যুবাষির্কী পালিত হয়েছে। গত বছরের এ দিনে বাধক্যজনিত কারনে তিনি নিজ বাড়ীতে ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে ও এক মেয়ে অসংখ্যক আত্মীয় স্বজন ও রাজনৈতিক নেতাকর্মী রেখে যান। তার মুৃত্যুবাষিকী উপলক্ষে পরিবারে পক্ষ থেকে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা  ছুরক আলী ভাষা আন্দোলন থেকে সাধীনতা যোদ্ধে বিশেষ অবদান রাখেন। ১৯৭১ সাল থেকে ১৯৮৮ সাল পর্যন্ত উপজেলার দেওরগাছ ইউনিয়নের নিবাচিত চেয়ারম্যান ছিলেন। সফল চেয়ারম্যান হিসেবে তিনি স্বর্ণ পদক লাভ করেছিলেন। স্বাধীনতা পর যুদ্ধ বিধ্বস্ত দেশ পূর্নগঠনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহভাজন ও ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। তিনি ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক। ১৯৯৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি। তিনি শিক্ষা বিস্তারে স্কুল-কলেজ, মসজিদ, মাদ্রাসাসহ অনেক প্রতিষ্ঠান স্থাপনে বিশেষ অবদান রেখেছেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *