বাংলাদেশ-ভারত প্রতিনিধি দলের চুনারুঘাট-বাল্লা স্থলবন্দর পরিদর্শন

প্রথম সেবা রিপোর্ট : চুনারুঘাট উপজেলার বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের জন্য বাংলাদেশ ও ভারতের যৌথ প্রতিনিধি দল বাল্লা স্থলবন্দর পরিদর্শন করেছে। শনিবার দুপুরে পরিদর্শনকালে বাংলাদেশের পক্ষে নেতৃত্বদেন হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন এবং ভারতের পক্ষে নেতৃত্ব দেন খোয়াইর জেলা ম্যাজিস্ট্রেট এন ডার্লং। পরিদর্শনকালে বাল্লা স্থলবন্দর সংলগ্ন খোয়াই নদীতে ব্রিজ নির্মাণ না করে পার্শ্ববর্তী কেদারাকোট এলাকায় রাস্তা নির্মাণের মতামত দেন  তারা। তবে বাল্লার অবকাঠামোগত সুবিধার কোনো পরিবর্তন হবে না। সেখানেই হবে ওয়্যারহাউস। বাংলাদেশ অংশের আড়াই কিলোমিটার সড়ক নির্মাণ করবে এলজিইডি এবং ভারতের অংশে সড়ক নির্মাণের দায়িত্ব থাকবে তাদের ওপর। আর ভারতের ওয়্যারহাউস হবে তেলিয়ামুড়া এলাকায়। বর্তমানে বাল্লা-কেদারাকোট সড়কটি মাটির এবং ভারতের অংশের সড়কটি ইটসলিং রয়েছে। উভয় সড়ক আধুনিকায়নের জন্য শিগগিরই কাজ শুরুর প্রস্তব দেবে দুই দেশ। প্রতিনিধি দলগুলো উভয়দেশের বিদ্যমান অবকাঠামো ও অন্যান্য সুযোগ-সুবিধা পরিদর্শন করেন। পরিদর্শনকালে ভারতীয় প্রতিনিধি দলে অন্যদের মধ্যে ছিলেন খোয়াই জেলার পুলিশ সুপার রতিরঞ্জন দেবনাথ, বিএসএফ তেলিয়ামুড়া ক্যাম্পের সহ-অধিনায়ক বীরেন্দ্র বাজপেয়ী, ডিসি স্টাফ আরএন দাস, এসডিপিও জ্যোতিস্মান দেব চৌধুরী, সাবডিভিশনাল ম্যাজিস্ট্রেট ড. সমিত রায় চৌধুরী, গুরপ্রিত সিং। বাংলাদেশ প্রতিনিধি দলে ছিলেন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র, বিজিবি ৫৫ ব্যাটেলিয়ন কমান্ডার লে. কর্নেল সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সফিউল আলম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহীনা ফেরদৌসী, চুনারুঘাট ইউএনও মাশহুদুল কবির, সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হান, চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী ও গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম। ৩ ফেব্রুয়ারি ভারতের আগরতলায় ত্রিপুরা রাজ্য সরকারের অতিথিশালায় হবিগঞ্জসহ বাংলাদেশের ৪ জেলা প্রশাসনের সঙ্গে ভারতের ৬ জেলা প্রশাসনের বৈঠকে বাল্লা স্থলবন্দর আধুনিকায়নের সিদ্ধান্ত হয়। ৬৩ বছর পর আধুনিকীকরণে ঐক্যমতে পৌঁছে বাংলাদেশ ও ভারত।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *