সাতছড়ির অস্ত্র ভান্ডারের বাঙ্কার বাড়ির আশীষ বর্মা গ্রেফতার

কাজী মাহমুদুল হক সুজন : সাতছড়ি গভীর জঙ্গলে অসংখ্য ভান্ডারের নেপথ্যে নায়ক বগুড়ার কাহালু থানায় একট্রাক অস্ত্র মামলার অন্যতম আসামী আশিষ দেব বর্মন (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার সংরক্ষিত বনাঞ্চল সাতছড়ি জাতীয় উদ্যানের অজান্তর টিপরা পল্লীর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত ২৮ শে জুন ২০০৩ সালে আনারস বোঝাই বহুল আলোচিত বগুড়া কাহালু উপজেলায় এক ট্রাক (ঢাকা মেট্রো-চ-১১-৩৩৬৬) ১৭৪ কেজি বিস্ফোরক ৭০ হাজার রাউন্ড তাজা গুলি নিয়ে আটক হয়। ওই ট্রাকের ও বিষ্ফোরকের মালিক ছিল সাতছড়ির সচিন্দ্র দেব বর্মার ছেলে আশীষ দেব বর্মা। দীর্ঘ এক যুগ পালিয়ে ছিল সে। সম্পতি দেশে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর হওয়ায় আত্মগোপন থেকে বেড়িয়ে আবার সাতছড়ি জঙ্গলের টিপরা পল্লীতে চলে আসে। গোপন সর্ংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে এস আই আবু আব্দুল্লাহ জাহিদসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাে ক গ্রেফতার করে। গত বছরের জুন মাসে চারবার অভিযান চালিয়ে র‌্যার আশীষ দেব বর্র্মার ঘরের নীচে ছোট-বড় ৮/১০ টি ব্যাঙ্কারের সন্ধান পায়। এসব বাংকারের অনুসন্ধান চালিয়ে র‌্যাব ৭.৬২ মিলি মিটারের ৪ টি মেশিনগান, ৫ টি ব্যারেল, ২২২ টি উচ্চ ক্ষমতাসম্পন্ন কামান বিধ্বংসী রকেট, ২৪৮ টি রকেটের চার্জার, ১ টি রকেট লঞ্চার, ১২.৭ এম. এম. এর ১১ হাজার ৬৬৭ টি সমরাস্ত্র পরিষ্কারের ইকুইপমেন্ট উদ্ধার করা হয়। তাছাড়া সন্ধান পাওয়া যায়Ñ মিনি হাসপাতাল ঔষধ ও সারঞ্জম। শুরু হয় সারাদেশে তোলপাড়। আলোচনায় চলে আসে সাতছড়ি। ওই ঘটনায় উঠে আসে বগুড়ার কাহালু উপজেলায় আটক আনারসের ট্রাকে অস্ত্র উদ্ধারের অন্যতম আসামী সাতছড়ির আশীষ দেব বর্মার নামও। তারপর থেকেই আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে যায়। অবশেষে গত বৃহস্পতি বার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ সাতছড়িতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে আশীষকে গ্রেফতার করে। পরে গত বৃহস্পতি বার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করে জানানো হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *