হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা-ছেলে নিহত

হবিগঞ্জ প্রতিনিধি :  হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকসা দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই মা-ছেলে নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। গত শনিবার (২৮ ফেব্রুয়ারী) দুপুর ১২ টার দিকে ওই সড়কের ধুলিয়াখাল আমতলী নামকস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। ঘন্টাব্যাপী ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি স্বাভাবিক করে লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করে। পুলিশ সূত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে ঢাকাগামী দিগন্ত চেয়ার কোচ নম্বর (ঢাকা মেট্রো-ব ১৪৩৯) যাত্রী নিয়ে রওয়ানা দিলে উল্লেখিত স্থানে পৌছলে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহি সিএনজি অটোরিক্সা যারনম্বর (হবিগঞ্জ-থ-১১-১৯৪৮) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই মা ছেলেসহ ২ জন নিহত হয়। আহত হয় অন্তত ২০ জন। গুরুতর আহতাবস্থায় বাস চালক আলী আকবর (৩৫), আসাদুল করিম (৩০), শিটন (৫০), ইকবাল (৪৬), নুরুল হক (৪০), মহিবুর রহমান (১৮), মিজান (২০), ওবাদুল হক (১৮), জাহের আহমেদ (২৫), তুষার (৩০), মালেক (৫০), আকাশ (১৯), মিনা (৩০), আনোয়ারা খাতুন (৩০), জাহেদা (৩৫) কে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া সিএনজি চালক আক্কাস আলীকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নিহত মা-ছেলে সিলেটের গোয়ালাবাজার থেকে কাজ শেষে নিজ বাড়ি হবিগঞ্জের আলমপুর গ্রামে আসছিল। তবে তাদের নাম পাওয়া যায়নি। এব্যাপারে সদর এসআই ইব্রাহিম ও শফিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই দিগন্ত বাসের চালক পালিয়ে গেছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *