৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

খন্দকার আলাউদ্দিন : চুনারুঘাট উপজেলার আহাম্মদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রাম থেকে ভারতীয় নিষিদ্ধ ৯৬ বোতল মাদক দ্রব্য উদ্ধার করে করেছে চুনারুঘাট থানা পুলিশ। পুলিশ জানায়, গত শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী ও এসআই হরিদাস সরকারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলা বনগাঁও গ্রামে অভিযান চালিয়ে আনসার কমান্ডার হাসান আলীর বসত ঘর থেকে ৪ বস্তায় প্রায় ৩১ বোতল রয়েল স্টেজ, ১৬ বোতল হুইসকি, ১৫ বোতল অফিসার চয়েস ও ৩৪ ফেন্সিডিলসহ মোট ৯৬ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক দ্রব্য উদ্ধার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে বিকেলে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উসমানপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে স্বপন মিয়া (৩৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে। পুলিশ জানিয়েছে উদ্ধারকৃত মাদক দ্রব্যের বর্তমান বাজার মূল্য আড়াই লক্ষাধিক টাকা হবে। এ ব্যাপারে চুনারুঘাট থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য যে, হরতাল, অবরোধকে কাজে লাগিয়ে ইদানিং মাদক ব্যবসায়ীরা সক্রীয় হয়ে উঠেছে। চুনারুঘাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় মাদক ব্যবসায়ীরা ভারত থেকে চোরাই পথে মাদক দ্রব্য এনে মজুত করে রাখে। পরে তারা সময় সুযোগ করে বিভিন্ন স্থানে পাচার করে । বর্তমানে সীমান্ত এলাকার হাট বাজারগুলোতে মাদকের এতই বৃ¯ু—তি যে হাত বাড়ালে পাওয়া যাচ্ছে নানা ধরনের মাদক দ্রব্য।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *