প্রগতি যুব সংঘের সভাপতি আজমীশরিফ গমন উপলে বিদায় সংবর্ধনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মোঃ শিফন খান ॥ চুনারুঘাট উত্তর বাজার প্রগতি যুব সংঘের সভাপতি ২ নং ওয়ার্ড পৌর কমিশনার মোঃ আঃ হান্নান পবিত্র আজমী শরিফ গরিবে মেওয়াজ খাজা মাইনুদ্দিন চিশতি(রঃ) মাজার জিয়ারত উপলে যুব সংঘের উদ্দ্যেগে গত সোমবার রাত ৮টায় উত্তর বাজার শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে বিদায় সংবর্ধনা মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলহাজ্ব আঃ কাইয়ুমের সভাপতিত্বে মিলাদ শরিফ ও মোনাজাত করেন মাওলানা মোঃ আঃ হাই। আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব সংঘের সাধারন সম্পাদক এনামুল হক চৌধুরী যুগ্ম সম্পাদক আলী আজগর (মাখন),আছাদ মিয়া সাংগঠনিক সম্পাদক মোঃ আফজাল হোসেন যুগ্ম সম্পাদক সুমন মিয়া অর্থ সম্পাদক সাজু ইসলাম প্রচার সম্পাদক শোহেল মিয়া ও মোঃ জসিম উদ্দিন ক্রীড়া সম্পাদক জাকির হোসেন। কার্যকারী সদস্য আঃ কদ্দুছ আছকির মিয়া মোতালিব মিয়া ফারুক মিয়া সিরাজ মিয়া বাচ্চু মিয়া ফিরুজ মিয়া ছিদ্দিক আলী আঃ আলী প্রমুখ। সভাপতি আঃ হান্নান সহ সভাপতি আলহাজ্ব আঃ কাইয়ুমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পন করেন। দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রধান করে সকলের প্রতি দোয়া কামনা করেন। আঃ হান্নান জানান গত কাল মঙ্গলবার সকাল ১০টা চুনারুঘাট ও সন্ধা ৬টায় ঢাকা থেকে মৈত্রী ট্রেইনে ভারতের উদ্দেশ্য রওয়ানা দেন। তার সফর সঙ্গী হিসেবে চাঁনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিকিা স্ত্রী পারবিন আক্তার ও ছেলে রেদোয়ান আহম্মদ(জিদান) থাকছেন। প্রথমে তিনি খাজা মাইনুদ্দিন চিশতি(রঃ)মাজার জিয়ারত ও পরে বিভিন্ন ওলি আউলিদের মাজার জিয়ারত করে আগ্রা তাজমহল সহ উল্লেখ যোগ্য স্থানে গুলো পরিদর্শন করবেন। ১৫দিনের সফর শেষে দেশে ফিরবেন। পরি শেষে ভারপ্রাপ্ত সভাপতি সংঘঠনকে সঠিক ও নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করার জন্য দ্বায়িত্বশীল সদস্যদের প্রতি আহবান জানিয়ে তার দ্বায়িত্ব পালনে সকল সদস্যদের দোয়া ও সহযোগিতা কামনা করে সভা সমাপ্তি ঘোষনা করেন।

 

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *