চুনারুঘাটের আমুরোড বাজারে গাছ রক্ষায় সচেতন নাগরিকের মানববন্ধন

স্টাফ রিপোর্টার : চুনারুঘাট-বাল্লা সড়কের পাশে সৃজিত গাছ রক্ষায় গতকাল রবিবার চুনারুঘাটের আমুরোড বাজারে বিরাট মানববন্ধন কর্মসুচী পালিত হয়েছে। আহম্মদাবাদ ইউনিয়নের ‘সচেতন নাগরিক সমাজ’ এর আহবানে সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ মানববন্ধন পালিত হয়। চুনারুঘাট-বাল্লা সড়কে উপর অনুষ্ঠিত এ বানববন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী, আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ, দুঃস্থ শিশু সংস্থা, আহম্মদাবাদ মানব কল্যান সংঘ, গ্রাম বাংলা আদর্শ ক্লাব, বন বিভাগ, উপজেলা প্রশাসন, শিক্ষক সমিতির সদস্য ও প্রভাষকসহ প্রায় দেড় হাজার সচেতন নাগরিক অংশ নেন। কর্মসুচী শেষে সচেতন নাগরিক সমাজের  আহবায়ক সাংবাদিক নুরুল আমিনের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, আহম্মদাবাদ ইউপি চেয়ারম্যান আবেদ হাসনাত চৌধুরী সনজু, সহকারী কমিশনার (ভুমি) তন্ময় ইসলাম, সহকারী বন সংরক্ষক এজেডএম হাসানুর রহমান, মুক্তিযোদ্ধা আঃ রহমান আজাদ, যুব নেতা মিজানুর রহমান, কবি মহিবুর রহমান জিতু, ছাত্রনেতা শাহ আলম, এমরান, টিপু সুলতান, ওয়াহিদুল ইসলাম, আজিজুল হক নাসির, নাসির উদ্দিন, লোকমান হোসেন, রাব্বি আহম্মদ প্রমুখ। বক্তরা চুনারুঘাট-বাল্লা সড়কে আর যাতে বন সন্ত্রাসীরা কোন গাছ কাটতে না পারে সে ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ ও গাছ রক্ষায় এলাকাবাসি আইনী সহযোগীতা কামনা করেন। অপরদিকে কাটা গাছের বিপরিতে নতুন গাছ রোপনের ঘোষনা দেয় আহম্মদাবাদ মানবকল্যান সংঘ ও দুঃস্থ শিশু সংস্থা। বিগত ২ মাসে ওই সড়কের পাশে সৃজিত প্রায় ২শ গাছ কেটে নিয়েছে একটি প্রভাবশালী গাছ চোরাকারবারী চক্র।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *