চুনারুঘাটে লোক দেখানো মামলার সুযোগে বেড়ে যাচ্ছে মাদক পাচার

আসামপাড়া প্রতিনিধি ॥ চুনারুঘাট সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে দেধারছে চলছে মাদক চোরাচালান। প্রশাসন এসব চোরাচালান রোধ করতে পারছে না। ওই পয়েন্ট দিয়ে প্রতিদিন দেশে প্রবেশ করছে ভারতীয় ইয়াবা, মদ, গাঁজা, ফেনসিডিল, হিরোইনসহ নানান জাতের মাদক দ্রব্য। বিজিবি পুলিশ সময় সময়ে কিছু মুখস্থ মামলা দায়ের করে দায়িত্ব হালাল করছে। সীমান্ত সুত্র জানা যায়, দেশের রাজনৈতিক অস্থিরতার সুযোগে মাদক ব্যবসায়ীরা কালেঙ্গা সীমান্তের জাম্বুরা ছড়া, রেমা সীমান্তের বাছাই বাড়ী, বড়ইতলা, বাল্লা সীমান্তের মোকামঘাট, কুলিবাড়ী, গুইবিল  সীমান্তের বড়ক্ষের, সুলতানেরঘাট, চিমটিবিল সীমান্তের গুটিবাড়ী ও সাতছড়ি সীমান্তের ৫ নং ঘাট এলাকা দিয়ে প্রতিদিন আসছে মাদক দ্রব্য। এসব পাচারে প্রভাবশালী রাজনৈতিক নেতার আত্মীয় স্বজন ছাড়াও নারী-শিশুরা জড়িয়ে পড়ছে। আইন শৃংখলা বাহিনী চেষ্টা চালিয়েও মাদক পাচার রোধ করতে পারছে না। স্থানীয় লোকজনও প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। গত ২২ ফেব্র“য়ারী বাল্লা বিজিবি জোয়ানরা পাক্কাবাড়ী থেকে ১৫ বোতল অফিসার চয়েস হুইস্কি পরিত্যাক্ত অবস্থায় উদ্ধার করে টেকেরঘাট গ্রামের সহিদ মিয়া, আহাদ ও কাজল মিয়ার নামে মামলা দেয়। এ মামলার স্বাক্ষী মুক্তিযোদ্ধা আঃ নুর ও মাজারের ফকির রিপন বলেন, কোথা থেকে মাদকগুলো এসেছে বা কারা এর সাথে জড়িত কিছুই তারা জানেন না। এরপর তাদেরকে মামলায় স্বাক্ষী করা হয়েছে। অপরদিকে ২৮ ফেব্র“য়ারী গাজীপুর ইউনিয়ন পরিষদের এক ইউপি সদস্য গুইবিল সীমান্ত দিয়ে প্রায় ২ লাখ টাকার  ভারতীয় বিভিন্ন জাতের মাদক পাচার করতে গেলে আহম্মদাবাদ ইউপির বনগাও গ্রামের কিছু যুবক সিএনজিসহ মাদক দ্রব্যগুলো লুট করে নেয়। খবর পেয়ে পর দিন চুনারুঘাট থানার এসআই হরিদাস সরকার বনগাও গ্রামের আজগর আলীর বাড়ীতে অভিযান চালিয়ে লুট হওয়া মাদক উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে ৩ যুবকের নামে থানায় মাদক আইনে মামলা হয়। একের পর এক মামলা হলেও মাদক চোরাচালানের সাথে জড়িত রাঘব বোয়ালরা থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *