চুনারুঘাট পৌর শহরে যানজট কর্তৃপক্ষ দেখবেন কী?

রায়হান আহমেদ :দেশের বড় বড় শহরের ন্যায় চুনারুঘাট বাজার সড়কে দিনে দিনে যানজট বেড়ে যাচ্ছে। বিশেষ করে মধ্যবাজার ও মাছ বাজারের সড়কে যানজটের আধিক্য লক্ষ্য করা যায়। এ কারণে জনসাধারণকে বিশেষ দূর্ভোগ পোহাতে হচ্ছে। পথচারীকে একটু বেশি সাবধান হয়ে পথ চলতে হয়। পথচারীরা কখন পেছনের গাড়ির ধাক্কায় ছিটকে পড়বে, তা বলার সাধ্য কারো নেই। যানজটের ফলে হরণ বাজানো হয় প্রয়োজনের চেয়ে বেশি। যার কারণে শব্দ দূষিত হচ্ছে। এই শব্দ দূষণ শিশুদের জন্য মারাত্মক হুমকি স্বরূপ। বিকেল হলেই এ যানজটের তীব্রতা অধিকে রূপ নেয়। যানজটের প্রধান কারণ হচ্ছে, সড়কে অতিরিক্ত যানবাহন চলাচল। বিশেষ করে চুনারুঘাট সড়কে সিএনজি বাহনটি অতিরিক্ত। পানি এবং স্রোতের বেগ বেশি হলে নদীর বাঁধ ভাঙবে। আর রাস্তায় গাড়ির পরিমাণ বেশি হলে যানজটের সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। চুনারুঘাট বাসীর জন্য সময় নষ্ট ও অস্বস্তির প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে এ যানজট ভাইরাস। এ অসহনীয় ভাইরাস নিরসনে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, পৌরসভার মেয়র মোঃ নাজিম উদ্দিন শামসু, প্রশাসন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীরের মনোনিবেশ অত্যাবশ্যক। তারা সঠিক ও সাবলীল উপায়ে এ যানজট ভাইরাস দূরীভূত করবেন, এটাই সবার প্রত্যাশা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *