বাধ্য হয়ে অনেক নারীরা অনৈতিক কাজে জড়িয়ে পড়ছেন

স্টাফ রিপোর্টার : জর্দানে মালিকের নির্যাতনের শিকার হয়ে দেশে ফিরেছেন চুনারুঘাট উপজেলার গোবরখলা গ্রামের রুনা বেগম নামে এক গৃহবধূ। অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়, গোবরখলা গ্রামের আরজু মিয়া কন্যা রুনা আক্তার দীর্ঘদিন প্রেমের সম্পর্ক স্থাপন করে একই গ্রামের আব্দুস শহীদের পুত্র মাসুক মিয়াকে ২০০৩ সালে বিয়ে করেন। বিয়ের পর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয়। বর্তমানে তাদের কন্যা সুকন্যা আক্তারের বয়স ৭ বছর। রুনার স্বামী মাসুক মিয়া দরিদ্র হওয়ায় তাদের পরিবার ও তাদের একমাত্র কন্যা সুকন্যার ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়েন মাসুক ও রুনা দম্পতি। এমন সময় একই গ্রামের আদম বেপারী মানিক মিয়া ও গাজীপুর গ্রামের জামাল মিয়া রুনা আক্তারকে জর্দানে অল্প টাকায় পাঠানোর প্রস্তাব দেয়। আদম বেপারী  মানিক ও জামাল মিয়া রুনা আক্তারকে স্বপ্ন দেখায় জর্দানে গেলে সে প্রতি মাসে ২০ হাজার টাকা বেতন পাবে এবং সেখানে গেলে রুনা আক্তারের ভাগ্য পরিবর্তন হবে। তাদের প্রস্তাবে সায় দিয়ে গত বছরের ২৩ মে রুনা আক্তার দালাল মানিক মিয়া ও জামাল মিয়ার মাধ্যমে জর্দান যায়। তার সাথে আরো ৩০ মহিলা সেখানে যায়। তাদের প্রত্যেকের ৭০ হাজার টাকা করে খরচ হয়। রুনা আক্তারের স্বামী মাসুক মিয়া বিদেশ পাঠানোর টাকা বিভিন্ন স্থান থেকে ধার করে এনে তাকে বিদেশ পাঠান। সেখানে গিয়ে আলহাফা কোম্পানী নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজার ঢাকার দোলনা আক্তার ও ছালেহা আক্তারের মাধ্যমে একটি বাড়িতে কাজের ভুয়ার চাকুরী নেয় রুনা। এ বাড়িতে রুনা আক্তার এক মাস কাজ করার পর বেতন চাইলে তাকে জানানো হয় পরের মাসে বেতন দিবে। রুনা আক্তার জানান, ৬ মাস চাকুরি করার পর বেতন না পাওয়ার কোম্পানীকে জানানো হলে কোম্পানীর পক্ষ থেকে জানানো হয় তাকে এক সাথে কয়েক মাসে বেতন দেয়া হবে। এভাবে ১০ মাস রুনা বেগম বেতন না পেয়ে কাজ করছিলেন। ইদানিং তাকে ২টি বাসায় কাজ করার জন্য কোম্পানীর পক্ষ থেকে জানানো হয়। এ সময় রুনা আক্তার জানান তিনি এক সাথে ২টি বাসায় কাজ করতে পারবেন না। এ নিয়ে কোম্পানীর লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এছাড়া রুনা আক্তার আরো জানান, তিনি যে বাসায় কাজ করতেন ওই বাসার মালিক দিনভর তাকে কাজ করাতেন। কাজ করতে না পারলে তাকে বাসার মালিক কারণে অকারণে মারধোর করতো। ইদানিং বেতনের জন্য চাপ দিলে কোম্পানীর লোকজন আরো নির্যাতন শুরু করে। গত ১৪ ফেব্র“য়ারি রাতে তাকে বেধড়ক মারপিট করে এবং তাকে একটি টয়লেটের ভিতরে ১৭ দিন যাবত বন্দি করে রাখে। রুনা আক্তার আরো জানান, তার সাথে এই কোম্পানীতে আরো ৩০ জন বাংলাদেশী মহিলা শ্রমিক আটক রয়েছে। তারা কেউ বেতন পাচ্ছেন না। তাদের অনেককে মারধোর এমনকি শ্লীলতাহানী করা হচ্ছে। গত ১ মার্চ তিনি কৌশলে এক বাংলাদেশীর সহায়তায় সেখান থেকে পালিয়ে আসেন। পরে বিষচটি তার বাড়িতে অবগত করলে বাড়ি থেকে ৫০ হাজার টাকা পাঠালে তিনি দেশে ফিরে আসেন। রুনা আক্তার জানান, বাংলাদেশের দালালদের মাধ্যমে যারা জর্দানে যাচ্ছেন তারা অনেকেই নির্যাতনের শিকার হচ্ছেন এবং বেতন পাচ্ছেন না। কিছু মহিলা টাকার জন্য সেখানে অসামাজিক কাজ করছেন। গতকাল হবিগঞ্জ সদর হাসপাতালে গিয়ে দেখা গেছে, রুনা আক্তারের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের আঘাত রয়েছে। তিনি কান্নাজড়িত কন্ঠে দালাল জামাল ও মানিক মিয়ার বিচার দাবি করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *