বানিয়াচংয়ে মেলায় সংঘর্ষে অর্ধশতাধিক আহত

বানিয়াচং প্রতিনিধি : বানিয়াচং উপজেলার মুরাদপুর গ্রামে মেলায় জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে দুই দল লোকের দুই ঘন্টাব্যাপী সংঘর্ষে অর্ধ শতাধিক আহত হয়েছে। গত শনিবার সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত এ সংঘর্ষ হয়। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় ওই গ্রামের কাজি শিবুল মিয়া, দুলাল, জিয়াউর রহমান, আতাউর রহমান, আব্দুল ওয়াদুদ, আলমগীর চৌধুরী, রেজু চৌধুরী, বাচ্চু মিয়া, মাহফুজ, আবেদ মিয়া, মোশারফ, শহিদ মিয়া ও অন্তর মিয়া, মিজানুর রহমান চৌধুরী, মান্না চৌধুরী, মাহফুজ চৌধুরী, আবুল  কালাম, সাহাব উদ্দিন, সুফি মিয়া এবং টেটাবিদ্ধ অবস্থায় আলী নুর ও মিন্টু চৌধুরীকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ওই গ্রামে সম্প্রতি একটি বাৎসরিক মেলা হয়। মেলায় পশ্চিম হাটির লোকজন জুয়ার আসর বসায়। এতে পূর্ব হাটির লোকজনে বাঁধা দেয়। এ সময় তাদের মধ্যে বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *