মাধবপুরে শহীদ পরিবার হিসেবে স্বীকৃতি পায়নি

মাধবপুর প্রতিনিধি : স্বাধীনতার ৪৪ বছর পরও হবিগঞ্জের মাধবপুর উপজেলার আফজলপুর গ্রামের মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিম মিয়ার পরিবার শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি মেলেনি। এ ব্যাপারে আব্দুল হাসিম মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ে বিস্তারিত জানিয়ে পত্র দিলেও এখন পর্যন্ত শহীদ পরিবারের স্বীকৃতি মেলেনি। এ নিয়ে পরিবারের সদস্যদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা বিরাজ করছে। অধ্যাপক আব্দুল হাসিম জানান, ১৯৭১ এর ১৬ জুন বুধবার তার পিতা মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল কাদের মিয়া ,চাচা আশকর আলী , চাচাত ভাই মোঃ নুরুল ইসলাম এক মামা সহ ৩৫ জন ভারতে যাবার পথে উপজেলার চৌমুহনী ইউনিয়নের দেবীপুর গ্রামের নিকট পৌছালে পাক হানাদার বাহিনী তাদের আটক করে লাইন দ্বার করিয়ে নিবিচারে গুলি  করে হত্যা করে। খবর পেয়ে জীবন বাজি রেখে সেখান থেকে তার বাবার লাশ ভারতে নিয়ে যায়। এরপর তৎকালিন ক্যাপ্টিন নাসিমের নির্দেশে মুক্তিযোদ্ধাদের সহযোগীতায় বাংলাদেশের সীমান্তবর্তী নয়নপুর গ্রামে এনে বাবার দাফন করা হয়। কিন্তু আজ অবদি সেই বধ্যভুমিটি স্মৃতিস্তম্ভ হিসাবে কোনো ইমারত নির্মান করা হয়নি। পিতার হত্যার প্রতিশোধ ও দেশকে শক্র মুক্ত করার ব্রত নিয়ে মুক্তিযুদ্ধে অংশ গ্রহনের ইচ্ছে পোষন করলে সাবেক সমাজ কল্যান মন্ত্রী  এনামুল হক মোস্তফা শহীদ ও কর্ণেল রব তাকে  মুক্তিযুদ্ধের প্রশিক্ষনের জন্য পাঠান। ৩ নং সেক্টরে মেজর শফিউল্লাহের নেতৃত্বে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ পাক হানাদার মুক্ত হয়।  যুদ্ধ চলাকালিন সময়ে পাক বাহিনী  মুক্তিযুদ্ধে যাবার অপরাধে  রাজাকারদের সহযোগীতায় তাদের বাড়িঘর জ্বালিয়ে দেয়। কিন্তু অত্যান্ত দুঃখের  বিষয় স্বাধীনতার ৪৪ বছর পরও তার পরিবার কে শহীদ পরিবার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়নি। মাধবপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মালেক মধু জানান, ১৬ জুন মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল হাসিমের বাবা, চাচা, ভাই সহ অসংখ্য নারী পুরুষ কে নির্বিচারে গুলি করে হত্যা করে পাক বাহিনী। কিন্তু এখন পর্যন্ত এই স্থানটিতে বধ্য ভুমি হিসাবে কোনো স্মৃতি স্তম্ভ করা হয়নি। তিনি সরকারের নিকট দাবি জানান অনতি বিলম্বে এই স্থানটি সংরক্ষন করে স্মৃতি স্তম্ভ করা হোক।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *