Monthly Archives: November 2015

হবিগঞ্জে ৫ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন আজ : কে হচ্ছেন নৌকার মাঝি

খন্দকার আলাউদ্দিন : আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভার সম্ভাব্য ১৮ জন মেয়র প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। রবিবার দুপুর পর্যন্ত ওই প্রার্থীদের নিয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সমঝোতার চেষ্টা করলেও কোন সমাধান আসেনি। ফলে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক,সংশ্লিষ্ট এমপি, উপজেলা ও পৌর কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক মিলে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন। আওয়ামীলীগ থেকে যারা দলীয় ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। চুনারুঘাট পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ ...

নবীগঞ্জে বস্তাবন্দি অবস্থায় এক সিএনজি চালককে উদ্ধার করেছে এলাকাবাসী

বুলবুল আহমদ, নবীগঞ্জ ॥ ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জে বস্তাবন্দী সিএনজি চালককে উদ্ধার করেছেন এলাকাবাসী। এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল রবিবার রাত ৯টার দিকে নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের আমুকোনা গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে মশাহিদ মিয়া (৩৮) কে ঢাকা-সিলেট মহাসড়কের সুন্দর নগরস্থ জেআইসি স্যুাট লিঃ এর পার্শ্বে নির্জন স্থানে বস্তাবন্দী করে আদা মরা অবস্থায় ফেলে যায়। আশ পাশের লোকজন তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরন করেন। তবে, মশাহিদের ডান পা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

শায়েস্তাগঞ্জে বাসের ধাক্কায় অটোরিক্সা চালকের অবস্থা আশংকাজনক ॥ এক ঘন্টা সড়ক অবরোধ

জাকারিয়া চৌধুরী/আব্দুল হক রেনু ॥ শায়েস্তাগঞ্জের নতুন ব্রীজ এলাকায় একতা এক্সপ্রেস বাসের ধাক্কায় অটোরিক্সা চালক আব্দুস সালাম (৩২) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হলে আশংকাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সে চুনারুঘাট উপজেলার শেখেরগাও গ্রামের আব্দুর রউফের পুত্র। আহত সূত্রে জানা যায়, গতকাল রবিবার বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস বাসটি নতুন ব্রীজ গোলচত্তর এলাকায় পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা অটোরিক্সাটিকে চাপা দেয়। এসময় চালাক গুরুতর আহত হয়। তাৎক্ষনিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এদিকে এ খবর গোলচত্তর এলাকায় ছড়িয়ে পড়লে আশ- পাশের উত্তেজিত জনতা প্রায় এক ঘন্টা ...

চুনারুঘাট ও মাধবপুরে বিজিবির পৃথক অভিযানে ১০ বোতল মদসহ ভারতীয় ডিশ এন্টেনা আটক

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর ও চুনারুঘাটে পৃথক অভিযান চালিয়ে ১০ বোতল মদ ও বিভিন্ন ধরণের যন্ত্রাংশসহ ভারতীয় ডিস এন্টেনা আটক করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)। গত শনিবার সকাল ১০টার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বিজিবির ৫৫ ব্যাটালিয়নের হরষপুর বিওপি’র হাবিলদার মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় বিভিন্ন ধরণের যন্ত্রাংশসহ ১টি ভারতীয় ডিশ এন্টেনা আটক করে। এদিকে, রাত সাড়ে ৯টায় একই ব্যাটালিয়নের বাল্লা বিওপি’র সুবেদার সিরাজ উদ দৌলার নেতৃত্বে চুনারুঘাটের বাল্লায় অপর অভিযান পরিচালিত হয়। অভিযানে ১০ বোতল ভারতীয় মদ আটক করা হয়।

হবিগঞ্জে জেএসসি ও জেডিসি পরীক্ষায় প্রথমদিনে অনুপস্থিত ৭শত ১৮ জন শিক্ষার্থী

জাকারিয়া চৌধুরী ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি ও জেডিসি পরীক্ষার প্রথমদিনে হবিগঞ্জের ২৬ কেন্দ্রে ৭শ ১৮ শিক্ষার্থী অনুপস্থিত ছিলো। তবে কোনো কেন্দ্রে বহিষ্কারের ঘটনা ঘটেনি। গতকাল রবিবার সকাল ১০ টা থেকে শুরু হওয়া বাংলা প্রথম পত্রের পরীক্ষা শেষ হয় দুপুর ১ টায়। পরীক্ষা চলাকালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যালয় পরিচালনা কমিটি, ভিজিলেন্স টিম, শিক্ষক ও অভিভাবকদের সহযোগিতায় পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় জেলায় মোট ২৬ টি কেন্দ্রে ২৫ হাজার ৮শ’ ৮১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১১ হাজার ২শত ২৯ জন ছাত্র ও ১৪ হাজার ৬শত ৫২ জন ছাত্রী। এ বছর বোর্ডের অধীনে সিলেট জেলায় সব ছেয়ে বেশী পরীক্ষার্থী ও ...

বাহুবল ও শায়েস্তাগঞ্জে দুই মাদকসেবী আটক ॥ নিষিদ্ধ ইয়াবা বহনের অভিযোগে এক মাদকসেবীকে ৬ মাসের কারাদন্ড

নিরঞ্জন গোস্বমী শুভ ॥ বাহুবল ও শায়েস্তাগঞ্জে পৃথক দুটি অভিযান চালিয়ে তৌহিদ মিয়া (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিছ ইয়াবা ও স্বপন মিয়া (২৫) নামে এক মাদকসেবীকে ৫ পিছ ইয়াবাসহ আটক করেছে ডিবি পুলিশ। আটককৃত তৌহিদ মিয়া বাহুবল উপজেলার ফদ্রখলা গ্রামের মৃত ইয়াকত আলীর পুত্র ও স্বপন মিয়া শায়েস্তাগঞ্জ থানার অলিপুর গ্রামের মৃত জলফু মিয়ার পুত্র। ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি’র এস আই সুদ্বীপ রায়ের নেতৃত্তে একদল পুলিশ অভিযান চালিয়ে বাহুবল উপজেলার ফদ্রখলা থেকে তৌহিদকে ৫০ পিছ ইয়াবাসহ আটক করে। একই দিনে শায়েস্তাগঞ্জের অলিপুর থেকে স্বপনকে ৫ পিছ ইয়াবাসহ আটক করে ডিবি পুলিশ। পরে সদর উপজেলার নির্বাহী কমকর্তা আশফাকুল হক চৌধুরী’র নেতৃত্বে ...

কলেজ ছাত্রীকে উত্যক্তের অভিযোগ করার জের ॥ বানিয়াচঙ্গের জনাব আলী কলেজে ব্যাপক ভাংচুর ॥ ৩ ছাত্র বহিস্কার

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচং জনাব আলী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী মিতানুর জান্নাতকে ইভটিজিং করেছে একই কলেজের একাদশ শ্রেণির ছাত্র সারোয়ার আলম খান। সে বানিয়াচং উপজেলা সদরের মিয়াখানী এলাকার আলমগীর খানের ছেলে। ওই ছাত্রী কলেজের অধ্যক্ষের কাছে বিচার প্রার্থী হওয়ায় তার বন্ধুরা মিলে কলেজের লাইব্রেরী রুমের দরজা ও অধ্যক্ষের জানালার গ্লাস ভাংচুর করেছে। গতকাল রবিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযোগের জানা যায়, দীর্ঘদিন ধরে সারোয়ার কলেজে যাওয়া আাসর পথে ও মোবাইল ফোনের মাধ্যমে অশ্লীল কথাবার্তা ও ম্যাসেজ প্রদান করে ছাত্রীকে উত্যক্ত করে আসছে। ঘটনার দিন ওই ছাত্রী তার বড় বোন ও ভাই ইমনকে সাথে নিয়ে কলেজে এসে সারোয়ারের বিরুদ্ধে অভিযোগ জানানোর জন্য। এসময় ছাত্রীর ভাইয়ের ...