হবিগঞ্জে ৫ পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের চূড়ান্ত মনোনয়ন আজ : কে হচ্ছেন নৌকার মাঝি

খন্দকার আলাউদ্দিন : আসন্ন পৌর নির্বাচনে দলীয় মনোনয়ন লাভের জন্য হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভার সম্ভাব্য ১৮ জন মেয়র প্রার্থী দলীয় ফরম সংগ্রহ করেছেন। রবিবার দুপুর পর্যন্ত ওই প্রার্থীদের নিয়ে আওয়ামীলীগের নেতৃবৃন্দ সমঝোতার চেষ্টা করলেও কোন সমাধান আসেনি। ফলে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাধারন সম্পাদক,সংশ্লিষ্ট এমপি, উপজেলা ও পৌর কমিটির সভাপতি এবং সাধারন সম্পাদক মিলে দলীয় প্রার্থী চুড়ান্ত করবেন। আওয়ামীলীগ থেকে যারা দলীয় ফরম সংগ্রহ করেছেন তারা হলেন- হবিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ মর্তুজ আলী, যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিম, হবিগঞ্জ পৌর আওয়ামীলীগ সভাপতি অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্ত টিটু, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সৈয়দ কামরুল হাসান। চুনারুঘাট পৌরসভার মেয়র প্রার্থী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাইফুল আলম রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, আওয়ামীলীগ পেৌর সেক্রেটারী মোঃ আবুল খায়ের, যুবলীগ নেতা অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন। নবীগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, গোলাম রসুল রাহেল চৌধুরী, মোস্তাক আহমেদ মিলু ও সুখেন্দু রায় বাবুল। মাধবপুর পৌরসভার মেয়র প্রার্থী বর্তমান মেয়র হিরেন্দ্র লাল সাহা ও সাবেক মেয়র উপজেলা আওয়ামীলীগ সভাপতি শাহ মোঃ মুসলিম এবং শায়েস্তাগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মোঃ ছালেক মিয়া ও আব্দুল্লাহ সর্দার। শনিবার রাতে জেলা আওয়ামীলীগের জরুরী সভায় হবিগঞ্জ জেলার ৫টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নির্বাচন পরিচালনার জন্য জেলা মনিটরিং কমিটি গঠন করা হয়েছে। আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরীকে আহবায়ক, পিপি এম আকবর হোসেইন জিতুকে সদস্য সচিব করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এদিকে বিএনপি থেকে ৫টি পৌরসভার মধ্যে ৪টিতে প্রার্থী চুড়ান্ত হয়েছে। হবিগঞ্জ পৌরসভায় কিবরিয়া হত্যাকান্ডের চার্জশীটভুক্ত জেলে থাকা আসামী ও সাময়িক বরখাস্ত মেয়র জি কে গউছ, শায়েস্তাগঞ্জ পৌরসভায় বর্তমান মেয়র ফরিদ আহমেদ অলি, চুনারুঘাট পৌরসভার বর্তমান মেয়র নাজিম উদ্দিন সামছু, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়ার ছাবির আহমেদ। মাধবপুর পৌরসভায় হাবিবুর রহমান মানিক মনোনয়ন পেয়েছেন। জেলা বিএনপির একজন দায়িত্বশীল নেতা নাম প্রকাশ না করার মর্তে এই তথ্য জানান।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *