কলেজ ছাত্রীকে ঘরে তুলে নেয়ার শর্তে জামিন নিলেও ভিন্ন পথে সাইফুল ও তার পরিবার

এম সাজিদুর রহমান ঃ চুনারুঘাটের কলেজ ছাত্রী জেসমিন আক্তারকে গৃহবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার শর্তে দীর্ঘ এক মাস জেল হাজতের পর অর্ন্তবর্তীকালিন জামিন নিলেও ভিন্ন পথে হাটছে স্বামী সাইফুল ইসলাম ও তার পরিবার। গত ১৫ ফেব্র“য়ারী হবিগঞ্জের জেলা ও দায়রা জজ উপরোক্ত শর্তে সাইফুলের জামিন আবেদন মঞ্জুর করেন। বিচারক ১৫ দিনের মধ্যে সামাজিকভাবে জেসমিনকে গৃহবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার নির্দেশ দিয়েছিলেন। এসময় সাইফুলের পিতা ইয়াকুত মিয়া, ঘটনার মূল কারিগর সাইফুলের ফুফা ইসমাইল মিয়া আদালতের এই আদেশ আপাদ ম¯তক সরাসরি মেনে নেন। এরপরই আদালত সাইফুলের জামিন আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, চুনারুঘাটের বগাডুবি গ্রামের ইয়াকুত মিয়ার পুত্র সাইফুল ইসলাম একই গ্রামের আব্দুল আউয়ালের কলেজ পড়–য়া কন্যা জেসমিন আক্তারকে ভালবেসে গত বছরের ৯ মার্চ দুই লাখ টাকা রেজিষ্ট্রি কাবিনমুলে বিয়ে করে। বিয়ের পর সাইফুল জেসমিনকে নিয়ে হবিগঞ্জ শহরের ২নং পুল এলাকায় ভাড়া বাসায় ৮ মাস বসবাস করে। কিন্তু সাইফুলের স্বজনরা তাদের এ বিয়ে মেনে না নেয়ায় গত বছরের ৪ নভেম্বর সাইফুল বাদি হয়ে জেসমনিসহ স্বাক্ষিদের বিরুদ্ধে কাবিন বাতিলের মামলা দায়ের করেন। এরপর ৮ নভেম্বর স্ত্রী জেসমিনও স্বামী, শশুর ও শাশুরীকে আসামী করে পাল্টা যৌতুক মামলা দায়ের করে। এ মামলায় আদালত সাইফুলের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করেন। এনিয়ে এলাকার মুরুব্বিয়ান বিষয়টি অপোষে নিষ্পত্তির লক্ষ্যে একাধিক সালিশে বসেন। কিন্তু সাইফুলের ফুফা ইসমাইল মিয়ার আপত্তির কারণে তা মিমাংসা হয়নি। এদিকে অনেকদিন পলাতক থাকার পর সাইফুল গত ১৩ জানুয়ারী আদালতে স্বেচ্ছায় আত্মসমর্পন করে জামিনের আবেদন জানায়। কিন্তু উভয় পক্ষের কৌশলীদের যুক্তি-তর্ক শেষে আদালত সাইফুলকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। পরবর্তীতে আরও দুই তারিখে আসামীর জামিন প্রার্থনা করা হয়। তবে বাদী পক্ষের আইনজীবির আপত্তির কারণে জামিন হয়নি। গত সোমবার জেলা ও দায়রা জজ আদালতে পূনরায় জামিন প্রার্থনা করলে বিজ্ঞ বিচারক বাদিনী জেসমিনকে গৃহবধূর মর্যাদা দিয়ে ঘরে তুলে নেয়ার শর্তে সাইফুলের অন্তবর্তীকালিন জমিন মঞ্জুর করেন। এছাড়া সাইফুলের পক্ষের দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নেয়ার জন্যও আদালত নির্দেশ দেন। কিন্তু সাইফুল জামিন লাভের এক সপ্তাহ অতিবাহিত হলেও তার পরিবার বিষয়টির সুরাহা করতে কোন উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। বরং সাইফুল জামিন নেয়ার পর আবারও আত্মগোপনে চলে গছে এবং আড়ার থেকে তার লোকজন জেসমিন ও তার পরিবারকে হুমকী এবং ভয়-ভীতি প্রদর্শন করছে। এতে আবারও অনিশ্চিত হয়ে পড়েছে কলেজ ছাত্রী জেসমিন আক্তারের ন্যায্য অধিকার। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট হুমায়ুন আহমেদ কবির। আসামী পক্ষে ছিলেন চৌধুরী আশরাফুল বারী নোমান এডভোকেট।

RahatBarta.Com | রাহাত বার্তা

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *