খুনিদের ফাঁসি দাবিতে উত্তাল জনপদ

মোঃ নূরুল ইসলাম মনি: বাহুবলের আবাল-বৃদ্ধ-বণিতা, ছাত্র-শিক্ষক-অভিভাবকসহ সকল শ্রেণী-পেশার মানুষ এক কাতারে। সবার কথা একটাই, ‘৪ শিশুর খুনিদের ফাঁসি চাই’। এই দাবিতে গত শনিবার দিনভর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হাট-বাজার, গ্রাম-গঞ্জ ছিল উত্তাল। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠনের ব্যানারে লোকজন নেমেছিল রাস্তায়। তারা প্লে-কার্ড, ফেস্টুন ও ব্যানার উঁচিয়ে সুন্দ্রাটিকি গ্রামে ৪ শিশু হত্যার প্রতিবাদ এবং খুনিদের ফাঁসির দাবি জানান। যা একটি মানবতার দৃষ্টান্ত স্থাপন করেছে। শনিবার সকাল সাড়ে ১০টায় মিরপুর বাজারে সানশাইন প্রি-ক্যাডেট এন্ড হাইস্কুল, দুপুর ১২টায় ঢাকা-সিলেট মহাসড়কে বাহুবল অনার্স কলেজ, বেলা ২টায় ইসলামপুর-গোলগাঁও সড়কে ফয়জাবাদ উচ্চ বিদ্যালয় মানববন্ধন এবং বেলা ৩টায় বাহুবল বাজারে সচেতন নাগরিক সমাজ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। এসব মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ছাত্রছাত্রী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
সবচেয়ে বড় মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় শনিবার বিকেল ৫টায় উপজেলা সদরে। তৌহিদী জনতার ব্যানারে অনুষ্ঠিত সমাবেশটি লোকলোকারণ্য হয়ে উঠে। এ সমাবেশে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী, বিশিষ্ট আলেম মাওলানা আব্দুল খালিক, মাওলানা আব্দুল্লাহ, বাজার কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার, মাওলানা আতাউর রহমান, ক্বারী হোসাইন আহমেদ প্রমুখ।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *