চুনারুঘাটসহ জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানে প্রকাশনী সংস্থার প্রতারণা : অসাধু শিক্ষকদের নজরানা দিয়ে পাঠ্যভূক্ত করা হচ্ছে নিম্নমানের বই

স্টাফ রিপোর্টার : চুনারুঘাটসহ জেলার বিভিন্ন বিদ্যালয়ে কয়েকটি প্রকাশনী সংস্থার বই সিলেবাসভুক্ত করার লক্ষ্যে শিক্ষকদের ম্যানেজ করার অভিযোগ উঠেছে। ঢাকার কয়েকটি প্রকাশনী সংস্থার প্রতিনিধি হবিগঞ্জে অবস্থান করে লাইব্রেরীওয়ালাদের মাধ্যমে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে লাখ টাকা দিয়ে তাদের বই পাঠ্যভুক্ত করার কৌশল নিয়েছে। এতে লাইব্রেরী ব্যবসায়ী এবং অসাধু শিক্ষকদের পছন্দের প্রকাশনী সংস্থার বই কিনতে গিতে সর্বস্বান্ত হচ্ছেন শিক্ষার্থীরা। খোজ নিয়ে জানা গেছে, গত ডিসেম্বর থেকেই আদিল, মাদার, পপি ও আল-ফতাহ সহ কয়েকটি প্রকাশণী সংস্থার প্রতিনিধিরা সরকার নিষিদ্ধ গাইড বইসহ নিম্নমানের বই বিভিন্ন বিদ্যালয়ে পাঠ্যভুক্ত করার পরিকল্পনা নিয়ে জেলা সদরে অবস্থান করছে। তারা প্রথমে লাইব্রেরীওয়ালাদের মাধ্যমে বিদ্যালয়ের নাম ঠিকানা সংগ্রহ করে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ম্যানেজ করতে নগদ টাকাসহ উপঢৌকনের অপার দেয়। সূত্র জানায়, এ পরিকল্পনার অংশ হিসেবে লাইব্রেরী ও প্রকাশনার পক্ষ থেকে অসাধু শিক্ষকদের দেয়া হয় ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা। তা আবার বিদ্যালয়ে শিক্ষার্থীদের পরিসংখ্যান অনুসারে দেয়া হয়। যে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেশী ওই বিদ্যালয়ে দেয়া হয় উপঢৌকনসহ নগদ টাকা। সূত্রের দাবি, ইতিমধ্যে চুনারুঘাট ডিসিপি উচ্চ বিদ্যালয়, কাচুয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়, পঞ্চাশ উচ্চ বিদ্যালয়, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয় ও মিরাশী উচ্চ বিদ্যালয়, রাইজিং সান কিণ্টার গার্টেন, শিশু নিকেতনসহ অন্তত অর্ধশতাধিক প্রাথমিক বিদ্যালয় ও কিণ্টার গার্টেনে ছাড়া হয়েছে টাকা। এসব বিদ্যালয়ের শিক্ষার্থীদের বই কিনতে গিয়ে রীতিমত হিমশিম খাচ্ছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের অভিভাবকরা। অনেকেই আবার এন্ডা-মুরগি বিক্রি ও দার এনে বই কিনে দিয়েছেন সন্তানদের। এমতাবস্থায় বিভিন্ন শিক্ষা-প্রতিষ্টানের শিক্ষার্থীরা প্রকাশণী সংস্থা ও লাইব্রেরীওয়ালাদের প্রতারণায় সর্বস্বান্ত হয়ে পড়েছেন। শিক্ষকদের কথা মতো তাদের পছন্দের লআব্রেরী থেকে বই না কিনলে অভিভাবকদেরও নাজেহাল করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *