চুনারুঘাটের শ্রীকুটা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনিশ্চিত : সমবায় কর্মকর্তার তদন্ত প্রতিবেদন নিয়ে প্রশ্ন?

স্টাফ রিপোর্টার ঃ চুনারুঘাটের শ্রীকুটা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজনীতির গ্যাড়াকলে এ অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিভাবক মহলের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। এছাড়া যথাযথ প্রচার হয়নি মর্মে অভিযোগের প্রেক্ষিতে কর্তৃপক্ষ নির্বাচন স্থগিত করায় চলছে নানা জল্পনা-কল্পনা। অনেকেই বলছেন নির্বাচন বানচাল করে বিশেষ ব্যক্তিকে ঐতিহ্যবাহী এই বিদ্যাপিঠের উচ্চ মসনদে বসানোর নীলনকশার অংশ হিসেবে এমন পরিস্থিতি তৈরী করা হয়েছে। এমনকি নির্বাচন স্থগিত বিষয়ে সমবায় কর্মকর্তার প্রতিবেদন নিয়ে খোদ উপজেলা প্রশাসনেই মতানৈক্য দেখা দিয়েছে। জানা গেছে, গত ১৭ ফেব্র“য়ারী উক্ত নির্বাচন অনুষ্টানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছিল। এর পূর্বেই কতিপয় ব্যক্তি যথাযথ প্রচারণা হয়নি মর্মে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের তদন্তের জন্য দায়িত্ব পান উপজেলা সমাবায় কর্মকর্তা এহসানুল হক। তিনি তদন্ত করে অভিযোগের পক্ষে একটি প্রতিবেদন দাখিল করলে নির্বাচন স্থগিত করা হয়। খোজ নিয়ে জানা গেছে, সরকারী বিধি অনুসারে শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের মাঝে অভিভাবকদের উদ্দেশ্যে নির্বাচনী প্রচারণা করা হয়। যেমনটা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল হক বিধি সম্পর্কে বলতে গিয়ে জানান, শ্্েরণী কক্ষ ছাড়া বাইরে প্রচারণার কোন নিয়ম নেই। যার কারণে তিনি প্রশ্নের শোরে বলেন, তদন্ত কর্মকর্তা প্রচারণা হয়নি বলে যে প্রতিবেদন দিয়েছেন তা কতটুকু সঠিক তা বুঝা যাচ্ছেনা। এরপরও যেহেতু তদন্ত প্রতিবেদনের প্রেক্ষিতে নির্বাচন স্থগিত করা হয়েছে এখন ৬ মাসের আগে নির্বাচন হবে না। তিনি আরও জানান, প্রধান শিক্ষক এডহক কমিটির জন্য আবেদন করলে ৬ মাসের জন্য একটি এডহক কমিটি গঠন করা যেতে পারে। এব্যাপারে জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবীর বলেন, তদন্তের প্রেক্ষিতেই নির্বাচন স্থগিত করা হয়েছে। পরে বিধি অনুসারে নির্বা নের ব্যবস্থা নেয়া হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *