নরঘাতক আব্দুল আলী বাগালের কু-কীর্তি

বিশেষ প্রতিনিধি ঃ বাহুবল উপজেলার রশিদপুর ও ফয়জাবাদ চা বাগানের কোল ঘেঁষে নিভৃত এক গ্রাম সুন্দ্রাটিকি। বাহুবল সদর থেকে ৫ কিলোমিটার দূরের এ গ্রামের অধিকাংশ লোকই শ্রমজীবী। কাজ করেন চা বাগান, লেবু বাগানে। অন্যান্য টুকটাক কাজও করেন কেউ কেউ। অবস্থাপন্ন কিছু পরিবারও রয়েছে এ গ্রামে। আলাদা কোনো বিশেষত্ব না থাকায় আশপাশের দু’ দশ গ্রাম সুন্দ্রাটিকির তেমন পরিচিতি ছিল না। তবে নৃশংস এক ঘটনায় দেশজুড়ে পরিচিত হয়ে উঠেছে নিভৃত এ গ্রামটি। গ্রামের একটি বিল থেকে চার শিশুর মাটিচাপা লাশ উদ্ধারের পর রাতারাতি গ্রামটি পরিচিত হয়ে পড়ে দেশজুড়ে। আলোচনার কেন্দ্রবিন্দুতে গ্রামটি। আলোচনায় আছেন গ্রামটির বাসিন্দা আব্দুল আলী বাগাল ও তার পরিবার।কে এই আব্দুল আলী বাগাল ঃ সুন্দ্রাটিকি গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আব্দুল আলী। জীবিকা নির্বাহের তাগিদে অনেক বছর আগে তিনি ফয়জাবাদ চা বাগানে পাহারাদারের কাজ নেন। স্থানীয়ভাবে যার পরিচিতি ‘বাগাল’। দীর্ঘদিন বাগালের কাজ করায় তার নামের সাথেই জুড়ে যায় বাগাল শব্দটি। এ পেশায় যুক্ত থাকার সুবাদে ইতোমধ্যে তিনি কৌশলে চা বাগানের বেশকিছু ভূমি দখল করে ফল বাগানও প্রতিষ্ঠা করেছেন। এছাড়াও চা বাগানের গাছ পাচারে তার সম্পৃক্ততার অভিযোগ আছে। বড় বড় কীর্তিগাঁথাও জড়িয়ে আছে আব্দুল আলীর নামের সাথে। প্রায় ২৫ বছর আগে সুন্দ্রাটিকি গ্রামে খুন হয়েছিলেন আব্দুল জলিল নামে এক ব্যক্তি। তখন অভিযোগের আঙুল উঠেছিলো আব্দুল আলীর দিকেও। এর ৫ বছর পর আরো একটি হত্যার ঘটনা ঘটে সুন্দ্রাটিকি গ্রামে। রশিদপুর চা বাগানের নাচঘরের পাশ থেকে উদ্ধার হয় ভাদেশ্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মত্তাছির মিয়ার ভাই মোশাহিদ মিয়া। এ ঘটনায়ও জড়িত থাকার অভিযোগ উঠে আব্দুল আলীর বিরুদ্ধে। অবশ্য দুটি খুনের ঘটনাতেই আপোষ রফার মাধ্যমে বেঁচে যান আব্দুল আলী বাগাল, সুন্দ্রাটিকির বাসিন্দারা। এ দুটো মামলা থেকে বেঁচে গেলেও জেলের গেট দিয়ে ঠিকই তাকে মাথা নিচু করে ঢুকতে হয়েছিলো। প্রায় ২২ বছর পূর্বে ফয়জাবাদ হিলসে শ্রীমঙ্গলের বাসিন্দা জনৈক শিপার মিয়ার একটি ফল বাগান জোরপূর্বক দখল করতে চেয়েছিলেন। এ ঘটনায় তাকে কিছুদিন হাজতবাস করতে হয়েছে। আব্দুল আলী বাগালের প্রথম স্ত্রী হালিমা বেগম বাগান দখলের ঘটনায় তার স্বামীর কিছুদিন কারাবাসের কথা স্বীকার করলেও ঘটনাটিকে সাজানো বলে দাবি করেন তিনি। হালিমা বেগমের ভাষ্য, তার স্বামী আপাদমস্তক ভাল মানুষ। ‘হক কথা’ বলেন, তাই তাকে অনেকে পছন্দ করেন না। আব্দুল আলী বিয়ে করেছেন দুটো। ৭ ছেলেমেয়ের পিতা তিনি। প্রথম স্ত্রী হালেমা বেগমের ঘরেই সব সন্তানের জন্ম। দ্বিতীয় স্ত্রী হাজেরা বেগম নিঃসন্তান। সন্তানদের মধ্যে ৫ জনই ছেলে এরা হলো- বিলাল মিয়া, জয়নাল মিয়া, ফেরদৌস মিয়া, জুয়েল মিয়া ও রুবেল মিয়া। দুই মেয়ে খেলা বানু ও নাসিমা বেগম। কম যান না আব্দুল আলী বাগালের ছেলেরাও। গত দূর্গাপুজায় প্রতীমা বিসর্জনের আগের দিন আব্দুল আলী বাগালের এক ছেলে কিছু বখাটেসহ রশিদপুর চা বাগানে পূজা অনুষ্ঠানে যায়। সেখানে তাদের হাতে যৌন হয়রানির শিকার হন এক নারী চা শ্রমিক। এ ঘটনাকে কেন্দ্র করে বিসর্জনের পরদিন বস্তি ও বাগানবাসীর মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে। ভাংচুর চালানো হয় চা শ্রমিকদের বাড়িঘরে। পরে উপজেলা পরিষদে শালিস বিচারে ৬ লাখ টাকা জরিমানা করা হয় আব্দুল আলীর পক্ষকে। গত বছরের ৩১ অক্টোবর স্কুলের ছাত্রীদের যৌন হয়রানির ঘটনাকে কেন্দ্র করে ফয়জাবাদ হাইস্কুলে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনার নেতৃত্বে ছিল আব্দুল আলী বাগালের ছেলে ও ঐ স্কুলের ছাত্র রুবেল মিয়া, চার শিশু হত্যার দায় স্বীকার করে সে এখন কারাগারে। রুবেল ও তার বন্ধুরা মিলে প্রায়ই ছাত্রীদের উত্ত্যক্ত করত। এমন অভিযোগে স্কুল কর্তৃপক্ষ তাদের শাসন করলে রুবেল ও তার সঙ্গীরা স্কুলে হামলা-ভাংচুরের ঘটনা ঘটায়। সুন্দ্রাটিকি গ্রামের বাসিন্দা ইদ্রিছ আলীর অভিযোগ বছরখানেক আগে তার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় সম্পৃক্ত ছিলো আব্দুল আলীর ছেলে বিলাল মিয়া ও তার ভাতিজা ছায়েদ মিয়া। এ ঘটনায় ইদ্রিছ আলী তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করলে ওসির সাথে আব্দুল আলীর সখ্য থাকায় বদরুল নামের এক ব্যক্তির সহযোগিতায় ডাকাতির মামলা রূপান্তর হয় চুরির মামলায়। এখানে লক্ষনীয় যে, এর পূর্বেও ডাকাতি, মারামারি ও যৌন হয়রাণীর ঘটনায় সংক্ষুব্ধ ব্যক্তিগণ আইনের আশ্রয় নিতে চাইলেও ওসি ও উপজেলা চেয়ারম্যান এক ধরণের জবরদস্থি করেই শালিসের নামে এসব ঘটনা ধামাচাপা দেন। এতে আব্দুল আলী ও তার পরিবার আরো বেপরোয়া হয়ে উঠে। এরই ধারাবাহিকতায়ই ঘটে দেশ কাঁপানো ৪ শিশু হত্যাকান্ডের ঘটনা।
সহযোগী থেকে পঞ্চায়েত প্রধান ঃ সুন্দ্রাটিকি গ্রামে আব্দুল আলী একটি পঞ্চায়েতের প্রধান হিসেবে পরিচিত হলেও তিনি এ পরিচয় কৌশলে বাগিয়ে নেন। তিনি এক সময় ছিলেন গ্রাম পঞ্চায়েত আবদুর রউফের সহযোগী। আবদুর রউফ মারা গেলে গ্রামের রীতি অনুযায়ী ঐ পঞ্চায়েতের প্রধান হন তার ছেলে আব্দুল মঈন সুমন। কিন্তু চতুর, বাকপটু এবং কৌশলী আব্দুল আলী বাগাল কৌশলে সুমনকে সরিয়ে এ দায়িত্ব দখল করে নেন। এ নিয়ে এখনও ঐ পঞ্চায়েতের মধ্যে দ্বন্দ্ব টিকে আছে। প্রায় ৪ হাজার জনগোষ্ঠী অধ্যুষিত সুন্দ্রাটিকি গ্রামে আরো ৭টি পঞ্চায়েত রয়েছে। এসব পঞ্চায়েতের নেতৃস্থানীয়রা হলেন- সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল খালিক তালুকদার, মধু মিয়া, নূর আলী ওরফে নূরাই মিয়া, আব্দুল মঈন সুমন, ফরিদ মিয়া, সেলিম আহমেদ, টেনু মিয়া, আব্দুল হাই, উস্তার মিয়া, আকল মিয়া।
দ্বন্দ্ব সংঘাতই যেন আব্দুল আলী বাগাল’র পছন্দ ঃ নানা বিষয়ে সুন্দ্রাটিকি গ্রাম পঞ্চায়েতের মুরুব্বিরা ঐকমত্যে পৌঁছলেও আব্দুল আলী বাগাল একাই থেকে যান ভিন্ন মত ও পথে। ফলে গ্রামের নানা বিরোধ পঞ্চায়েতে শেষ হয়েও হয় না। অনেক বিষয়ই ফের জিইয়ে উঠে। সুন্দ্রাটিকি গ্রাম পঞ্চায়েতের হেফাজতে কয়েক একর সরকারি পতিত ভূমি রয়েছে। যা গোচারণ ভূমি, খেলার মাঠ ও কবরস্থান হিসেবে যুগের পর যুগ ধরে ব্যবহার হয়ে আসছে। সংশ্লিষ্টদের দাবি উক্ত ভূমি তারা সরকারের নিয়ম মেনে লীজ নিয়েছেন। সম্প্রতি উক্ত ভূমি থেকে প্রায় ৬০ শতাংশ ভূমি ১৩ লাখের কিছু বেশী টাকা মূল্যে বিক্রি করা হয়। উক্ত টাকা দিয়ে গত বছরের শেষের দিকে স্থানীয় খেলার মাঠে শিরনীর আয়োজন করা হয়। ৯টি গরু ও ১০টি খাসি জবাই করে করা উক্ত শিরনীতে সুন্দ্রাটিকি গ্রামবাসী ছাড়াও আশপাশের বেশ কয়েক গ্রামের লোকজন ভূঁড়িভোজ করেন। এতে প্রায় ৪ হাজার লোককে আপ্যায়ন করা হয়েছিল বলে গ্রামবাসীর দাবি। এতে ১০ লাখের কাছাকাছি অর্থ খরচ হয়। এ টাকার হিসাব-নিকাশ নিয়ে অন্য মুরুব্বিদের মাথাব্যথা না থাকলেও আব্দুল আলী বাগালের সন্দেহ-অবিশ্বাস ছিল। এ নিয়ে গ্রাম পঞ্চায়েতে তিনি দেন-দরবার চালিয়ে যাচ্ছিলেন। এসব বিষয় নিয়ে গ্রাম পঞ্চায়েতের অন্যান্য মুরুব্বিদের সাথে দূরত্ব বাড়ে আব্দুল আলী বাগালের। সর্বশেষ, সুন্দ্রাটিকি গ্রামের মৃত মারফত উল্লার ছেলেদের সাথে রইছ উল্লার ছেলেদের সীমানা নিয়ে বিরোধ বাঁধে। নিজের পঞ্চায়েতের আওতায় না হওয়ার পরও এ বিরোধে নিজেকে জড়িয়ে নেন আব্দুল আলী। অনেকেরই সন্দেহ এ বিরোধের জের ধরেই ৪ শিশু হত্যার ঘটনাটি ঘটেছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *