মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী আছে ডাক্তার নাই

মাধবপুর প্রতিনিধি: মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তাররা নিয়মিত যান না। কেউ সপ্তাহে একদিন কেউ বা আবার মাসে একদিন এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে শতভাগ উপস্থিতি দেখিয়ে বেতন উত্তোলন করছেন। দীর্ঘদিন ধরে মাধবপুর হাসপাতলে এ অবস্থা চলতে থাকায় শত শত রোগী চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচেছ। আঙ্গুলের চাপ দিয়ে চিকিৎসকদের হাজিরা নিশ্চিত করার জন্য ডিজিটাল যন্ত্র স্থাপন করা হলেও রহস্যজনক কারনে এটি এখন বিকল। ডাক্তাররা হাসপাতালে উপস্থিত হয়ে এ যন্ত্রে চাপ দিলে ঢাকা থেকে তার উপস্থিতি গ্রহন করা হয়। চিকিৎসা বঞ্চিত রোগীরা জানান, মাধবপুর হাসপাতালের করুন অবস্থা সম্পর্কে উপজেলা চেয়ারম্যান, সংসদ সদস্য সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমকর্তা ডাঃ সারোয়ার জাহান তার নিজ বাড়ি ব্রাহ্মণবাড়িয়া থেকে মাত্র দুই ঘন্টার জন্য হাসপাতালে আসেন। তিনি নিজে না থাকায় অধিনস্ত চিকিৎসক ও কর্মচারিদের প্রতি তার নিয়ন্ত্রন নেই। নিয়ম অনুযায়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার ভবনে সার্বক্ষনিক বসবাস করার নিয়ম থাকলেও এ নিয়ম তিনি ভঙ্গ করে চলেছেন। চিকিৎসকরা সকাল সাড়ে ৮ টায় স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার কথা থাকলেও ১০ টা ১১ টার আগে কোনো চিকিৎসক হাসপাতালে যায় না। সোমবার বেলা ১১ টায় মাধবপুর হাসপাতালে গিয়ে দেখা যায় নতুন ভবনের ১০২ নংকক্ষের ডেন্টাল চিকিৎসক, ১০৩ নং কক্ষে মেডিসিন বিশেষজ্ঞ, ১০৪ নং কক্ষে সারজিকেল চিকিৎসক ও ১০৫ নং কক্ষের কারডিওলজি চিকিৎসক নেই। তাদের কক্ষ মূলত তালা বদ্ধ। জুনিয়র কনসালডেন্ট (শিশু) ডাক্তার আশরাফ উদ্দিন, জুনিয়র কনসালডেন্ট (চর্ম ও যৌন) রোগ ডাঃ মজিবুর রহমান, (জুনিয়র গাইনি) ডাক্তার আইরিন, মেডিকেল অফিসার নুরুজ্জামান ও ডাক্তার রেদওয়ানা হাসপাতালে আসেনি। চিকিৎসা নিতে আসা মুক্তিযোদ্ধা ইয়াকিব আলী বলেন, দীর্ঘদিন ধরে মাধবপুর হাসপাতালে রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচেছ। সরকার ৩১ শয্যা থেকে মাধবপুর হাসপাতাল কে ৫০ শয্যায় রূপান্তরিত করলেও চিকিৎসক না আসায় হাসপাতলের দ্বিতীয় তলায় কোন কার্যক্রম নেই। এছাড়া কাগজে পত্রে এ হাসপাতালে ২৫ জনের মত চিকিৎসক নিয়োগ দেওয়া হলেও সপ্তাহে গড়ে ৪/৫ জন ডাক্তার উপস্থিত থাকেন। এ বিষয়ে জন প্রতিনিধি সহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোনো প্রতিকার মিলছে না। উপজেলা স্বাস্থ্য কমিটির সদস্য মুক্তিযোদ্ধা সুকোমল রায় জানান, মাধবপুর হাসপাতালে অনেক সমস্যা রয়েছে। স্বাস্থ্য কমকর্তা নিজেই হাসপাতালে থাকেন না। এতে সমস্যা আরো বেড়েছে। প্রতি মাসে সদস্যদের নিয়ে স্বাস্থ্য কমিটির সভা হবার কথা থাকলেও রহস্যজনক কারনে স্বাস্থ্য কর্মকর্তা সভা আহ্বান করেন না। এ ব্যাপারে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সারোয়ার জাহানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, সিভিল সার্জনের স্থানীয় আদেশে অনেক ডাক্তার হবিগঞ্জ হাসপাতালে কর্মরত রয়েছেন। এছাড়া ৬ জন ডাক্তার প্রশিক্ষন জনিত কারনে রয়েছেন ছুটিতে। জেলা সিভিল সার্জন দেবপদ রায়ের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলা স্বাস্থ্য কমকর্তা সারোয়ার জাহান আমার সামনেই আছেন এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য এক্ষুনি তাকে বলছি।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *