রানীগাঁও-পারকুল সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করলেন এডঃ মাহবুব আলী এমপি

নুরুন্নাহার শিমু ঃ আওয়ামীলীগ সরকারের উন্নয়নকে অব্যাহত রাখতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিানর হাত শক্তিশালী করতে সকলকে আহবান জানান। তিনিও আরও বলেন ৯নং রানীগাও ইউনিয়নে ৩জন দলীয় প্রার্থী নৌকার মনোনয়ন প্রত্যাশী। এতে এলাকার পরিচিত দলের নিবেদিত কর্মী হিসেবে এবং ইউনিয়নের নেতাকর্মী, সাধারণ মানুষের জনমত অনুসারে যাচাবাচাই করে নেত্রী যাকেই দলীয় প্রতীক দিবেন তাকেই আপনার নৌকা
মার্কায় ভোট দিয়ে এবং নৌকা বোঝাই করে বিজয় নিশ্চিত করবেন। গত শুক্রবার চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নের পারকুল চা-বাগান সড়ক পাকাকরন কাজের উদ্বোধনকালে উপরোক্ত কথাগুলো বলেন প্রধান অতিথি চুনারুঘাট-মাধুবপুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী এমপি। পাকাকরণ কাজের উদ্বোধনী সভায় রানীগাঁও ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি আঃ জলিলের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পিপি এম আকবর হোসেইন জিতু, সহ-সভাপতি আঃ রশীদ মাষ্টার, পৌর আওয়ামীলীগের সভাপতি আবু তাহের মিয়া মহালদার, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ লুৎফুর রহমান চৌধুরী, যুগ্ন-সাধারণ সম্পাদক আলহাজ¦ জিল্লুল কাদির লস্কর রিমন, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল মুনিম চৌধুরী, বাগান ব্যবস্থাপক আনোয়ার হোসেন আনু, উপজেলা আওয়ামী যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক রানীগাঁও ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাংবাদিক ফারুক মাহমুদ, উপজেলা আওয়ামীলীগ নেতা আনিছ আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো¯তাফিজুর রহমান রিপন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি মানিক সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি কবির মিয়া খন্দকার। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাগান পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি সুবল মাস্টার, সভাপতি প্রদীপ, সেক্রেটারী তপন, নাছিমাবাদ চা-বাগানের সভাপতি জজমারাক ও তনু বারাইসহ উপজেলা ও স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ এবং বাগান কমিটির নেতৃবৃন্দরা ও চা শ্রমিকরা উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন রানীগাও ইউনিয়ন আওয়ামীলীগ সেক্রেটারী আব্দুল মালেক। উল্লেখ্য, দেড় কোটি টাকা ব্যায়ে রানীগাঁও-পারকুল চা-বাগান সড়কের কাজের ভিত্তি প্র¯তর স্থাপন করেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *