৪ শিশু হত্যাকান্ডের পর বেরিয়ে আসছে অনেক অজানা কাহিনী

স্টাফ রিপোর্টার ॥ দেশজুড়ে আলোচিত বাহুবলের সুন্দ্রাটিকি গ্রামের চাঞ্চল্যকর ৪ শিশু হত্যাকান্ডের ঘটনার পরে বেরিয়ে আসছে নানা চাঞ্চল্যকর কাহিনী। ঘটনার নেপথ্য কাহিনী এবং অনেক চলমান ঘটনার অনুসন্ধানে বাতাসে উড়ছে অনেক অজানা কথা। মুর্তিমান ত্রাস আব্দুল আলী বাগাল ও তার দুই ছেলেসহ কয়েক সহযোগি গ্রেফতারের পর অনেকটা স্বস্থি ফিরে এসেছে গ্রামে। নানা শঙ্কার মাঝেও মুখ খুলতে শুরু করেছেন ঘটনা সংশ্লিষ্টরা। তাদের দেয়া ভাষ্য এবং অনুসন্ধানে জানা যায়, একটি পরিবারের কাছে পুরো গ্রামবাসী প্রায় জিম্মি অবস্থায় থাকলেও স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিদের তেমন একটা প্রতিকার মনোভাব ছিলনা। যার সুবাদে বাগাল পরিবার বেপরোয়াভাবে এলাকায় চালিয়ে যাচ্ছিল একের পর এক অপ্রীতিকর ঘটনা। চুরি, ডাকাতি, খুন-রাহাজানিসহ নারী নির্যাতনের মতো জগণ্য কর্মকান্ডে জড়িত থাকলেও উপজেলা পরিষদের বড় ভাই থেকে থানার ওসির মধ্যমণি ছিলেন আব্দুল আলী বাগাল। শুধু বড় ভাই নয় বা ওসি নন এখানে আব্দুল আলী বাগালের সাথে সখ্য ছিল খোদ জেলা গোয়েন্দা বিভাগের কতিপয় ব্যক্তির। গা শিউরে উঠার মতো এমন তথ্য জানিয়েছেন ওই গ্রামের কাতার প্রবাসী সাজিদ মিয়ার পিতা ইদ্রিছ মিয়া। প্রায় ৮০ উর্ধ ওই বৃদ্ধ জানান, গত বছরের ৬ ডিসেম্বর দিবাগত রাতে তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হয়। এসময় ডাকাতরা স্বর্ণালঙ্কারসহ ৫ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে নিয়ে যায়। এব্যাপারে তিনি বাহুবল মডেল থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেন। এ মামলায় ঘাতক আব্দুল আলীর ছেলে বিল্লাল ও তার ভাতিজা ছায়েদকেও আসামী করা হয়। ওই বৃদ্ধের অভিযোগ ওসি আব্দুল আলীর সাথে আতাত করে মামলা রেকর্ড করেন চুরির মামলা হিসেবে। আসামীদের বাচানোর জন্য আব্দুল আলীর সহযোগি তদবির করেন বদরুল নামের এক ব্যক্তি। এছাড়া মামলাটি সিআইডির মাধ্যমে অগ্রগতি এবং পক্ষে এনে দেয়ার কথা বলে বাদির ছেলে আবিদ মিয়ার নিকট থেকে ৫০হাজার টাকা হাতিয়ে নেন একই উপজেলার লাকরীপাড়া গ্রামের আলী হোসেনের ছেলে নুরুল হক কামরুল নামের এক ব্যক্তি। তিনি নিজেকে সিআইডির লোক পরিচয়ে রাজ্জাক নামের এক ব্যক্তিকে সাথে প্রথম যান ওই প্রবাসির বাড়িতে। পরে আরও দুই দিন যান অপর এক সুন্দরী যুবতী মহিলাকে নিয়ে। এ আসা-যাওয়ার সুবাদে তাদের প্রলোভন দিয়ে নুরুল হক এককালীনই গ্রহন করেন ৩০ হাজার টাকা। এটাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদবির করে দেয়ার জন্য নুরুল হকের বাড়িতে গিয়ে দেন বলে জানান আবিদ মিয়া। নুরুল হক সম্পর্কে খোজ নিয়ে জানা গেছে, গত নভম্বরে হবিগঞ্জের একটি দৈনিক ভুয়া সিআইডি কাউছার এবং নুরুল হক সম্পর্কে বিস্তারিত সংবাদ প্রকাশ করে। এরপরও সে পুলিশ সুপারের কার্যালয়সহ বিভিন্ন সরকারী অফিসে চষে বেড়ায় বলে অপর একটি সূত্র জানায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *