গোলগাঁও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদায় সংবর্ধনা

নুর উদ্দিন সুমন ॥ চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের গোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ কাজল মিয়া বলেছেন, মান সম্মত শিক্ষার আলোকে কোমলমতি শিশুদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষে বর্তমান সরকার শিক্ষা বান্ধব তাই সরকারী প্রাথমিক বিদ্যালয় স্থাপন, শিক্ষক নিয়োগসহ নানা উদ্যোগ গ্রহণ করেছে। এর সরকারের সময়ে শিক্ষাক্ষেত্রে বৈপ্লবীক পরিবর্তনের জন্য ৩স্থর বিশিষ্ট
শিক্ষানীতি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সু-নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হিসেবে কাজ
করবে। গোলগাঁও সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক অরবিন্দ দত্তে’র’ বদলির জনিত উপলক্ষে বুধবার দুপুরে বিদায় সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। গোলগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ সাহিদুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আয়েশা খাতুনের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট মুরব্বী ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল মজিদ, মাস্টার আবুল হোসেন, প্রাক্তন শিক্ষিকা সায়েরা খাতুন, সাংবাদিক নুর উদ্দিন সুমন, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিউটি আক্তার, শিক্ষিকা রিফা আক্তার, মোঃ আব্দুল হক, মাহমুদ হোসেন, কুতুব মিয়া, জুয়েল মিয়া, আদর্শ তরুণ সংগঠনের সভাপতি ফয়সল আহমেদ তুষার, ফয়জুল ইসলাম, সংবর্ধিত বিদায়ী প্রধান শিক্ষক অরবিন্দ দত্ত প্রমুখ। অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করেন স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র মাহফুজুর রহমান। মান পত্র পাঠ করেন পঞ্চম শ্রেণীর ছাত্রী নুসরাত। পরে স্কুল ও ম্যানেজিং কমিটির পক্ষ থেকে প্রধান শিক্ষিক এর হাতে উপহার ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *