চুনারুঘাটের কালেঙ্গায় ক্রেল প্রকল্পের কৃষক মাঠ দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার রেমা-কালেঙ্গা বন্যপ্রাণী অভয়ারণ্যের পার্শবর্তী আমতলা গ্রামে কৃৃষক মাঠ দিবস পালিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে উপজেলার আমতলা গ্রামের শিল্পী আক্তারের বাড়িতে সুষম খাবার প্রদানের মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে উন্নত জাতের হাঁস পালন বিষয়ক এ কৃষক মাঠ দিবসের আয়োজন করে ইউএসএইড’র ক্লাইমেট-রেজিলিয়েন্ট ইকো-সিস্টেমস্ এন্ড লাইভলিহুস্ (ক্রেল) প্রকল্প। ক্রেল প্রকল্পের লাইভলিহুড ফেসিলিটেটর শরীফুজ্জামানের সঞ্চালনায়
কৃষক মাঠ দিবসে উপস্থিত ছিলেন সাইট অফিসার মোস্তফা হায়দার, স্থানীয় সেবাদানকারী ও সিএমসি সদস্য ফয়সাল চৌধুরী ও আমতলা গ্রামের প্রায় ৬০ জন কৃষক। জানা যায়, বন নির্ভরশীল হওয়ায় আমতলা গ্রামের শিল্পী আক্তারকে ২০১৪ সালে সুষম খাবার প্রদানের মাধ্যমে আধা নিবিড় পদ্ধতিতে উন্নত জাতের হাঁস পালন বিষয়ে প্রশিক্ষণ দেয় ক্রেল প্রকল্প। এরপর একই বছরের আগস্ট মাসে প্রকল্পের পক্ষ থেকে খাকি ক্যাম্বেল জাতের ২৫টি হাঁস দেয়া হয় শিল্পী আক্তারকে। ক্রেলের ওই ২৫টি হাঁস পালন করে শিল্পী আক্তার এখন সাবলম্বী। অনুষ্ঠান সূত্রে আরো জানা গেছে যে, গত দুই বছরে হাঁস পালন করে শিল্পী আক্তারের মোট আয় ৫৬ হাজার ৩৭১ টাকা। এ আয় থেকে শিল্পী আক্তার ২২ হাজার টাকা ব্যয়ে টিনের ঘর তৈরি করেছেন দুটি, ২১ হাজার টাকা দিয়ে একটি গরু কিনেছে এবং বাকি টাকা দিয়ে চাষাবাদ ও সংসারের খরচ বাবদ ব্যয় করেছেন। বর্তমানে শিল্পী আক্তারের ১০০টি হাঁস রয়েছে। কৃষক মাঠ দিবসে শিল্পী আক্তার তার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘আমার সংসারে খুব কষ্ট ছিল। ঠিকমত তিন বেলা ভাত খেতে পারতাম না। ক্রেল প্রকল্প থেকে হাঁস পালনের উপর প্রশিক্ষণ নেয়ার পর ২৫টি হাঁস দেয়া হয় আমাকে। সেই ২৫টি হাঁস পালন করে বর্তমানে আমি সাবলম্বি। মাত্র ২৫টি হাঁস একজন গরীবের ভাগ্য কিভাবে পরিবর্তন করতে পারে তার জ্বলন্ত উদাহরণ আমি।’ কৃষক মাঠ দিবসে দেশি হাঁসের তুলনায় অধিক আয়ের জন্য খাকি ক্যাম্বেল ও জিনডিং জাতের হাঁস পালনে কৃষকদের উৎসাহিত করা হয়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *