চুনারুঘাটে অবৈধভাবে উত্তোলিত বালু জব্দ করেছে মোবাইল কোর্ট

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে মোবাইলকোর্ট পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে জমা রাখা প্রায় ১৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মোবাইলকোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তনময় ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মারুলউড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬ হাজার ও একই ইউনিয়নের দৌলতখা ফিসারীর নিটক হতে ৭ হাজারসহ মোট ১৩ হাজার ঘনফুট অবৈধভাবে উত্তোলন করে রাখা বালু জব্দ করেন। জব্দকৃত বালুর মালিক না পাওয়া মোবাইল কোর্ট বসিয়ে নিলামে মাধ্যমে প্রকাশ্যে ভ্যাট ও আয়করসহ ৫ লাখ ১০ হাজার টাকা বিক্রি করা হয়। পরে নিলামে বিক্রিকৃত টাকা সরকারী কোষাগারে জমা দেয়া হয়। মোবাইলকোর্টে সহযোগিতায় ছিলেন চুনারুঘাট থানার এএসআই দেলোয়ার, উপজেলা ল্যান্ড অফিসের সার্ভেয়ার মনিরুজ্জামানসহ একদল পুলিশ উপস্থিত ছিলেন। মোবাইলকোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তনময় ইসলাম জানান, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *