জাতীয় শোক দিবস ॥ মহানায়কের মহাপ্রয়াণ

অ্যাডভোকেট মোস্তাক আহাম্মদঅ্যাডভোকেট মোস্তাক আহাম্মদবঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন ইতিহাসের সেই ‘মহানায়ক’ যিনি বাঙালি জাতির দীর্ঘদিনের বঞ্চনা, শোষণ আর পরাধীনতাকে দূরে ঠেলে বাংলাদেশ নামক একটা দেশ উপহার দিয়েছিলেন। তাইতো তিনি জাতির জনক। তরুণ প্রজন্মের অনেকেই জানে না বঙ্গবন্ধুকে কেন বলা হয় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি’। সেদিকেই একটু আলোকপাত করি। ১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি সর্বপ্রথম বাংলা দখলের পর সুলতানি আমল, তারপর একে একে মোঘল আমল, ইংরেজ আমল, পাকিস্তান আমল গেল। কিন্তু এই বাংলারা মানুষ কখনোই স্বাধীনতার স্বাদ পায়নি। কোনা বাঙালিও বাঙলাকে শাসন করেনি। কারণ, ইরানী, তুর্কি, আফগান, হাবশি শাসক-নবাবরা কেউই বাঙালি ছিল না। এলো ‘একাত্তর’, এলো (এরপর পৃষ্ঠা-২) ‘মহান মুক্তিযুদ্ধ’। বঙ্গবন্ধুর ডাকে ঝাঁপিয়ে পড়ল সারা বাংলার মানুষ। কিন্তু কিছু মানুষরূপী হায়েনার জন্য মুক্তিলাভ দেরী হল। এদেশীয় এই রাজাকার, আলবদর, আলশামসরা পাকবাহিনীকে সহায়তা করায় ঘটে গেল ইতিহাসের এক বর্বরতম অধ্যায়। ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মাবোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়। প্রায় আটশ বছর পর বাংলার মানুষ পায় মুক্তির স্বাদ। বঙ্গবন্ধুর নিজের লেখা ‘অসমাপ্ত আতœজীবনী’ পাঠ করলে বুঝা যায় যে দেশপ্রেম ও বিপুল সাংগঠনিক শক্তির কারণেই এ অর্জন সফল হয়। ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে স্বাধীনতার ঘোষণায় বঙ্গবন্ধু যে প্রেরণা দিয়ে গেছেন মানুষ তাতে মন্ত্রমুগ্ধের মতোই অক্ষরে অক্ষরে পালন করল। হাজার বছরের ইতিহাসে এমন আর নাই বলেই তাঁকে বলা হয় ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী’। মানুষের প্রতি তাঁর ভালবাসা অপরিসীম। বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আতœজীবনী’তে প্রকাশিত তাঁর ব্যক্তিগত নোটবুকের অংশ ছিল এরকম একজন মানুষ হিসেবে সমগ্র মানবজাতি নিয়েই আমি ভাবি। একজন বাঙালি হিসেবে যা কিছু বাঙালিদের সঙ্গে সম্পর্কিত তাই আমাকে গভীরভাবে ভাবায়। এই নিরন্তর সম্পৃক্তির উৎস ভালবাসা, অক্ষয় ভালবাসা, যে ভালবাসা আমার রাজনীতি এবং অস্তিত্বকে অর্থবহ করে তুলে।’ এই যে দেশে আজ জঙ্গি তৎপরতা বেড়ে চলেছে, তার পেছনের মূল কারণ সাম্প্রদায়িক উগ্রতা। বঙ্গবন্ধু দূরদর্শী ছিলেন বলেই ৭২’ এর সংবিধানে ধর্ম নিরপেক্ষতার কথা লিখেছেন। অসাম্প্রদায়িক এক সোনার বাংলা গড়ার স্বপ্ন ছিল তাঁর মনে। তাঁর স্বপ্ন ছিল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলে গড়ে তুলবে এমন এক দেশ, যেখানে ‘সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে’।
মহানায়কের শত্র থাকবেই। বঙ্গবন্ধুও এর ব্যতিক্রম ছিলেন না। দীর্ঘ রাজনৈতিক জীবনে অসংখ্যবার বুদ্ধিমত্তার সাথে শত্র“র মোকাবিলা করলেও ১৯৭৫ সালে ১৫ আগস্টে এসে আর পারলেন না। কুচক্রিদের ষড়যন্ত্রের কাছে জীবন দিতে হলো এই মহান নেতাকে। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যখন নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছিলেন, যুদ্ধবিধ্বস্ত, ভঙ্গুর দেশকে স্বনির্ভর, আতœপ্রত্যয়ী এক দেশে রূপান্তরের চেষ্টা করছিলেন, তখন কিছু ঘুচিয়ে উঠার আগেই এই স্বপ্নবাজের বুকে ঢুকে ঘাতকের গুলি। নিয়তির কি নির্মম পরিহাস ‘যাঁর ছিল বুকভরা স্বপ্নের গান, সে পেল বিষেভরা বাণ’। দুঃখজনক হচ্ছে, আত্মস্বীকৃত ও মৃত্যুদন্ডপ্রাপ্ত ছয় বঙ্গবন্ধুর খুনির ফাঁসির রায় কার্যকর করা হয়নি। তবে আশার কথা, ততদিনে বঙ্গবন্ধু তৈরি করতে পেরেছিলেন আরো অসংখ্য স্বপ্নবাজ; যারা যুগের পর যুগ, প্রজন্মের পর প্রজন্ম দেখিয়ে যাবে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন। তাঁরই সুযোগ্য কন্যা, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই স্বপ্নবাজদেরই নেতৃত্ব দিচ্ছেন। তাইতো বলি, ‘মহানায়ক, তুমি আছ মোর অন্তরে, থাকবে জীবনভর, তোমার দেখানো পথেই আছি, বাঁধব স্বপ্নঘর।’ লেখক ঃ আইনজীবী, বাংলাদেশ সুপ্রীমকোর্ট ও সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয় কমিটি) ও সিলেট বিভাগীয় সমন্বয়কারী, বঙ্গবন্ধু সাহিত্য-সাংস্কৃতিক ফোরাম।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *