ভারতের কারাগারে হবিগঞ্জের ৩ ব্যক্তি

হবিগঞ্জ প্রতিনিধি ॥ দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে ২ মাস ধরে ভারতের পশ্চিবঙ্গের বালুরঘাট কারাগারে বন্দি জীবন কাটাচ্ছেন হবিগঞ্জের ৩ ব্যক্তি। তারা হলেন- মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের কোলাই চাচর গ্রামের কলিম মোল্লার পুত্র শহীদ মিয়া (২২), একই গ্রামের আশু সরকারের পুত্র সাদ্দাম সরকার (২৩) ও শায়েস্তাগঞ্জ থানার বিশাউড়া গ্রামের মৃত রহিছ আলীর পুত্র জিল্লু মিয়া (৪৮)। বিষয়টি হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটিকে অবগত করেছে ভারত রেডক্রিসেন্ট সোসাইটি। সূত্র জানায়, প্রায় দুই মাস পূর্বে দালালদের মাধ্যমে অবৈধ পথে ভারতে যায় শহীদ, সাদ্দাম ও জিল্লুর। সেখানে গিয়ে কয়েকদিন থাকার পরই ভারতের পুলিশ তাদেরকে গ্রেফতার করে। প্রায় দুই মাস ধরে তারা ভারতের কারাগারে বন্দি রয়েছে। সম্প্রতি এ বিষয়টি ভারত রেডক্রিসেন্ট ৯০১৪/৩৮০/১৬ইং স্মারকে ঢাকা রেডক্রিসেন্ট সোসাইটিকে অবগত করে। পরবর্তীতে ঢাকা রেডক্রিসেন্ট সোসাইটি হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটিকে অবগত করে। এ প্রেক্ষিতে হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির নেতৃবৃন্দ ভারতে কারাগারে থাকা বন্দিদের বাড়িতে গিয়ে খোঁজখবর নেন। এ ব্যাপারে হবিগঞ্জ রেডক্রিসেন্ট সোসাইটির ব্লাাড গ্র“পের প্রধান অপু দাস জানান, আমরা ভারতের বালুরঘাট কারাগারে বন্দিদের পরিবারের সাথে দেখা করলে তারা জানান, কোলাই চাচর গ্রামের শাহেদ মিয়া দালালের মাধ্যমে তারা ভারতে গিয়েছিলেন। কিন্তু বন্দি হওয়ার বিষয়টি তারা অবগত নন। আমাদের কাছ থেকে অবগত হয়ে দালাল শাহেদ মিয়া তার সহযোগী ইদ্রিছ মিয়া, আলী আহমেদ, মঞ্জু মিয়ার বিরুদ্ধে আদালতে মানব পাচারের মামলা দায়ের করেন বন্দী পরিবারগুলো।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *