চুনারুঘাটে আশা ম্যাটস শিক্ষার্থীদের মানববন্ধন

রায়হান আহমেদ ॥ চুনারুঘাটে আশা ম্যাটস ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন করা হয়েছে। গতকাল রোববার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত সারা দেশের ন্যায় চুনারুঘাট উপজেলার নোমান নগর বাজারে আশা ম্যাটস-এর শিক্ষার্থীরা উচ্চ শিক্ষাসহ চার দফা দাবী আদায় এবং গত ২৬এপ্রিল রাজশাহী, নোয়াখালী, বাগেরহাট, বগুড়ায় পুলিশী হামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করে। এতে ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মো. ইমরান মিয়া, মো. মমিতুল ইসলাম চৌধুরী মিথুন, মো. সোহেল, মো. সুমন, মোছা. শরীফা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, পৃথিবীতে বাংলাদেশই একমাত্র দেশ, যে দেশে উচ্চ শিক্ষার দাবীতে শিক্ষার্থীরা মানববন্ধন করলে পুলিশের লাঠি চার্জের শিকার হতে হয়। তারা শিক্ষার্থীদের উপর লাঠি চার্জের তীব্র নিন্দাসহ উত্থাপিত চার দফা দাবী আদায়ে যথাযত কতৃপক্ষের দৃষ্টিপাত কামনা করেন।
মানববন্ধনে বঙ্গবন্ধুর প্রথম পঞ্চ বার্ষিকী পরিকল্পনা (১৯৭৩-৭৮) মোতাবেক মেডিকেল ট্রেনিং স্কুল (ম্যাটস) শিক্ষার্থীদের উচ্চশিক্ষার অধিকার নিশ্চিত করাসহ চার দফা দাবিতে উল্লেখ রয়েছে, ইন্টার্নশিপে ভাতা প্রদান করা, কমিউনিটি ক্লিনিকে সরকারি ভাবে ১০ গ্রেডে নিয়োগ, ডিপ্লোমা চিকিৎসকদের পদ সৃষ্টি ও মেডিকেলে এডুকেশন বোর্ড অব বাংলাদেশ নামে স্বতন্ত্র বোর্ড গঠন করা।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *