বাল্লা রোডের বেহাল দশা ॥ প্রতিকার কবে?

মোঃ সাইফুর রহমান ॥ চুনারুঘাট পৌর সভার ৬নং ওয়ার্ডের বাল্লা রোড সড়কের বেহাল দশা। অতিষ্ট হয়ে পড়েছে স্থানীয় বাসিন্দা এবং যাতায়াত কারী সাধারণ মানুষের জনজীবন। সড়কটি চুনারুঘাট বাজার হতে আসামপাড়ার বাল্লা পর্যন্ত বিস্তৃত। সড়কটির প্রায় জায়গায় ই খানাখন্দে ভরপুর। কিন্তু ৬নং ওয়ার্ডে বাল্লা রোড নামক স্থানে খানাখন্দের পরিধি অত্যন্ত ব্যাপক। সামান্য বৃষ্টি হলেই রাস্তার গর্ততে পানি জমে এবং কাদার সৃষ্টি হয়। ফলে যাতায়াত কারী যানবাহনকে অনেক সময় ফুটপাত দিয়ে চলতে দেখা যায়। যাতায়ত কারী যানবাহনের এক চালকের সঙ্গে এ প্রসঙ্গে কথা বললে তিনি জানান ওই রাস্তা দিয়ে গাড়ি চালাতে তাদের অনেক কষ্ট হয় এবং গর্ত গুলো অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা সৃষ্টি করে থাকে। তাই স্থানীয় বাসিন্দাদের দাবি এইযে, সড়ক ও জনপদ বিভাগ জনমানুষের কথা চিন্তা করে এর দ্রুত প্রতিকার করবে।
Share on Facebook
Leave a Reply