যুক্তরাজ্যস্থ লেবার পার্টি থেকে সমতার বিপুল ভোটে হুইপ নির্বাচিত

যুক্তরাজ্যস্থ ক্যামডেম লেবার পার্টি থেকে বাংলাদেশী বংশোদ্ভুত মিসেস সমতা খাতুন ডেপুটি হুইপ নির্বাচিত হয়েছেন। ক্যামডেম লেবার পার্টিতে অনুষ্ঠিত সর্বোচ্চ ভোটে হুইপ নির্বাচিত হন। তিনিই প্রথম বাংলাদেশী হুইপ। সমতা চুনারুঘাট উপজেলার উত্তর নরপতি গ্রামের মরহুম আসকর আলী লন্ডনীর কন্যা ও জিএস ব্রাদার্স ফিলিং স্টেশনের সত্বাধিকারী গাজীউর রহমান গাজীর ছোট বোন। হুইপ নির্বাচিত হওয়ায় গাজীউর রহমান যুক্তরাজ্যস্থ লেবার পার্টি সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
Share on Facebook
Leave a Reply