লস্করপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ॥ ৩০ জন আহত

মোঃ মামুন চৌধুরী ॥ লস্করপুরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুরের আদ্যপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিস সূত্র জানায়, সিলেট থেকে শাহজালাল পরিবহনের একটি বাস ৫০ জন যাত্রী নিয়ে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা হয়ে আদ্যপাশা নামকস্থানে এসে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে একই পরিবারের সোহেনা আক্তার (৪০), তার ছেলে সাহিদুর রহমান (৭), মেয়ে তানিয়া আক্তারসহ (৪) ৩০ জন আহত হয়। শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জামাল উদ্দিন শাহীন এর সত্যতা নিশ্চিত করেছেন।
Share on Facebook
Leave a Reply