শায়েস্তাগঞ্জ রেল লাইনের পাশে ঘর উঠিয়ে সিএনজি ষ্ট্যান্ড ॥ দুর্ঘটনার আশঙ্কা
শায়েস্তাগঞ্জ প্রতিনিধি ॥ শায়েস্তাগঞ্জ রেল জংশনের সিলেট মুখি ২০০ গজ দূরে ঘর উঠিয়েছে সিএনজি ষ্ট্যান্ড যেকোন সময় দুর্ঘটনা ঘটতে পারে ওই স্থানে। রেল কর্তৃপক্ষ এ বিষয়ে উদাসীন। শায়েস্তাগঞ্জ পৌরসভার হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের রেলগেইট এলাকায় রেললাইনের পাশেই ঝুকিপূর্ণভাবে অবৈধ সিএনজি ষ্ট্যান্ড গড়ে উঠেছে। পৌর এলাকায় নিজস্ব কোন ষ্ট্যান্ড না থাকায় যত্রতত্রভাবে দিনদিন গড়ে উঠছে অবৈধ সিএনজি ও টমটম ষ্ট্যান্ড। এ বিষয়ে নজর নেই কারোর। ওইসব ষ্ট্যান্ডকে কেন্দ্র করে বিশাল সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ ষ্ট্যান্ডের মাধ্যমে আদায় করছে হাজার হাজার টাকা। দাউদনগর বাজারের উত্তরে ঢাকা-সিলেট রেললাইন ঘেষেই ঝুকিপূর্ণভাবে সিএনজি দাড় করিয়ে যাত্রী উঠানামা করছে প্রতিদিন। এমনকি ট্রেন আসলে তাড়াতাড়ি করে সরিয়ে নিতে হয় সিএনজিকে। পাশেই রয়েছে রেলগেইট। ষ্টেশন থেকে ২০০ গজ দূরে রেলগেইটটি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে রেলের আই ডাব্লিউ নুরুল আমিনের সাথে আলাপ করলে তিনি জানান, ষ্ট্যান্ডটি সরিয়ে নেওয়ার জন্য বার বার বলা হলেও তারা সরাচ্ছেন না। ঢাকা সিলেট রেলপথের এই লাইনে সবসময় লোকাল ও ইন্টারসিটি ট্রেন যাতায়াত করে। সিএনজি ষ্ট্যান্ডের কারণে গেইটম্যানকে প্রতিদিনই ঝামেলা পোহাতে হয়। এদিকে স্থানীয় লোকজন মনে করছেন, সিএনজি ষ্ট্যান্ডটি রেলওয়ের জায়গা থেকে না সরালে যে কোন সময় বড় ধরণের অনাকাঙ্খিত দুর্ঘটনা ঘটতে পারে।
Share on Facebook
Leave a Reply