অভাবেই নষ্ট হয়ে যাচ্ছে ইমরানের স্বপ্ন?

আবুল হাসান ফায়েজ ॥ আর্থিক অভাব-অনটনের কারণে মেধাবী ছাত্র ইমরান মিয়া লস্করের উচ্চ শিক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। ইমরানের ইচ্ছে উচ্চ শিক্ষা অর্জন করে দেশ ও জাতির সেবায় আত্ম নিয়োগ করা। কিন্তু দারিদ্রতা তার এপথে বাধা হয়ে দাড়িয়েছে। মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের দিন মজুর ছুট্রো মিয়া লস্কর ও রাহেলা খাতুনের ছেলে এবার ছাতিয়াইন বিশ্বনাথ স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। ভিটে মাটি সামান্য জমি ছাড়া অন্য কোন সঞ্চয় নেই তার বাবার। ৮ জনের সংসার। একমাত্র উর্পাজনক্ষম ব্যাক্তি তার পিতা। পরিবারে নানা অভাব অনটন থাকলেও তা কখনো ছেলে কে বুজতে দেয়নি মা বাবা। তাদের মুখে হাসি ফুটাতে সবর্দা চেষ্টা করেছেন। কিন্তু দরিদ্র পিতার পক্ষে তো সব চাহিদা পুরন করা সম্ভব না। ইমরানও বুজতে পারে পিতার না বলা কষ্ট। তাই চেষ্টা চালিয়ে যেতে থাকেন ভাল ফলাফল করে পিতার মুখে হাসি ফুটাতে। সেই চেষ্টায় ফসল হয় ইমরান। এখন স্বপ্ন একটি ভাল কলেজে ভর্তি হবার। কিন্তু বাধ সাধছে অভাব অনটন। ভাল কলেজে ভর্তি হয়ে খরচ চালানোর মত সামার্থ নেই তার পরিবারের। ইমরানের স্বপ্ন কি অক্ষুরেই নষ্ট হয়ে যাবে? যদি সমাজের বিত্তবান ব্যাক্তিরা ইমরানের পাশে দাড়ায় তাহলে ইমরান উচ্চ শিক্ষা গ্রহন করে দেশ ও দশের সেবা করার স্বপ্ন পুরন হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *