আনন্দে মাতোয়ারা শিশুরা

মোঃ সাইফুর রহমান ঃ শিশুদের কোমলমতি মন। আনন্দে মাতোয়ারা থাকে সব সময়।কত রকমের ভাবনা ওদের মনের দৃশ্য পটে ছবি একেঁ যায়। গাঁয়ের পুকুরে লাফালাফি, বিস্তৃর্ণ মাঠে খেলাধুলা, ডোবা হতে শাপলা তুলে আনা , আম গাছ হতে আমচুরি ইত্যাদি ওদের দুরন্ত পনা কাজ।
সাপÍাহিক ছুটি। গ্রাম বাংলায় ঘুরতে বের হয়েছি সাইকেল টি নিয়ে। হঠাৎ রাস্তার মধ্যে ছোট সোনামনিদের হৈ হুল্লোড়। আবেগে দেখতে গেলাম। গিয়ে দেখলাম ছোট সোনামনিরা ছোট ঢোল বাজিয়ে খেলা করছে আপন মনে। দু তিন জন শিশু সাথে হাতে তালি দিয়ে সঙ্গ দিচ্ছে। আমি ক্যামেরা চালু করতেই সব বন্ধ! বুঝিয়ে আবার শুরু করালাম। আমার ক্যামেরা বন্দি করলাম তাদের সৃজনশীল কর্মকান্ড গুলি। শিশুরা ছোট বয়সে কত খেলাই না খেলে কিন্তু এ খেলাটি একটু ব্যাতিক্রম। খানিক ক্ষণ পর কিছু অভিবাবক আমার দিকে আসলেন। বোধ হয় তাদের কারও ছেলে মেয়ে আছে এই জায়গায়। আমি কিছুক্ষণের জন্য হারিয়ে গিয়েছিলাম আমার ছোট বেলায়। এক শিশুকে জিজ্ঞেস করলাম তাদের খেলনা গুলি কোথা হতে সংগ্রহ করেছে। সে বলল একটি মেলা হতে সংগ্রহ করেছি। কিছুক্ষণ পর এক শিশু আপন মনে বাঁশি বাজাতে শুরু করল। এই বয়সে বাঁশি বাজানোতে অমি অভিভূত হলাম। যদি এই শিশুরা ভালোভাবে সুযোগ সুবিদা পেত তাহলে কতইনা এগিয়ে যেত। আমি কিছুক্ষণ এই ভাবতে লাগলাম। এদিকে বেলাও পড়ে আসছে প্রায়। তাই তাদের বিদায় জানিয়ে চলে আসলাম। তাদের এই কর্মকান্ড গুলি স্মৃতির পাতায় রাখব চিরকাল।
Leave a Reply