মাহে রমজানের আহ্বান

মোঃ তোফাজ্জল ইসলাম ঃ একটি বছর পরে আবার ফিরে আসছে মুসলমানদের সিয়াম সাধনার মাস রমজান। সর্ব প্রকার মুসলমানদের সবার প্রতি জাগ্রত হবে ভ্্রাতৃত্ববোধ। সবার অন্তর থেকে মুছে যাবে অন্ধকারের ছোঁয়া। সারা বছর গরীব, অসহায়, নিঃস্ব^রা কিভাবে ক্ষুধার্ত থাকে তাদের সেই ক্ষুধার ব্যাথা অনুভব করা যাবে এ
মাসে। তাদের সেই ব্যথায় ব্যতিত হয়ে তাদের পাশে দাঁড়ানোর শিক্ষা অর্জন হবে। এই পবিত্র মাসে সমাজে, শহর, নগরে, গ্রামেগঞ্জে, হাট-বাজারে যাতে কোন প্রকার অশ্লিল, বেহায়াপনা, অনৈতিক কার্যকলাপ সংগটিত না হয় সেই ব্যাপারে নিজে সচেতন হতে হবে এবং অপরকে সচেতন করতে হবে। সর্ব প্রকার চাকুরি, ব্যবসায় লেনদেন ও কর্ম ক্ষেত্রে সম্পূর্ণ নৈতিকতার সাথে কাজ স¤পাদন করতে হবে। যাতে অন্যের কোন প্রকার ক্ষতি না হয়। বিশেষ করে এ মাসে আমাদের নজরে আসে ব্যবসায়ীরা তাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য অনৈতিকতার আশ্রয় নেয়। যেমন: খাদ্যদ্রব্যে ভেজাল মিশানো, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি, দিনের বেলায় হোটেল রেস্তোরা উন্মুক্ত রাখা। কিন্তু এ পবিত্র মাসে তাদের কাছ থেকে এটা পাওয়া মোটেও কাম্য নয়। আমরা যারা সচেতন নাগরিক আমাদের উচিত সেই বিষয়গুলোর প্রতি দৃষ্টিপাত করা। রমজান পবিত্রার মাস। এ মাসকে অপবিত্রার হাত থেকে বাঁচাতে হবে। সবার প্রতি সহানুভূতিশীল নৈতিক আচরণ দেখাতে হবে। তবেই রমজানের পূর্ণতা অর্জন করা সম্ভব।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *