হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডব ॥ বিদ্যুত ব্যবস্থা বিপর্যস্ত

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে তার ছিড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের বিদ্যুত ব্যবস্থা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুত না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেন হবিগঞ্জবাসী।
এলাকাবাসী ও জেলা বিদ্যুত অফিস সূত্র জানায়, গত শনিবার বেলা ৪টার ১৫ মিনিটে হঠাৎ করেই কাল বৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ পালা ভেঙ্গে পড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। এতে হবিগঞ্জ হয়ে পড়ে বিদ্যুতবিহীন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ ছিল অন্ধকারে। এছাড়া ঝড়-বৃষ্টির কারণে জেলার ৮টি উপজেলাও বিদ্যুতহীন হয়ে পড়ে। গাছ-পালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলার বিভিন্ন স্থানে ফসলী জমিরও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, কাল বৈশাখী ঝড়ের তান্ডবে তার ইউনিয়ন পরিষদের ১০টি বড় গাছ ভেঙ্গে পড়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ-গাছালি ভেঙ্গে গেছে। শহরের ২নং পুল এলাকায় একটি ঘর ভেঙ্গে বিদ্যুতের তারে পড়ে গেলে তার ছিড়ে যায়।
শহরের শায়েস্থানগর এলাকার বাসিন্ধা নুরুল হক কবির জানান, ঝড়ে তার বাসার ২টি গাছ পড়েছে। এছাড়াও তাদের এলাকার অসংখ্য বাসার গাছ-পালা ভেঙ্গে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।হবিগঞ্জে কালবৈশাখী ঝড়ের তান্ডব ॥ বিদ্যুত ব্যবস্থা বিপর্যস্তএসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে কাল বৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ের কারণে বিভিন্ন স্থানে গাছপালা ভেঙ্গে তার ছিড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে হবিগঞ্জের বিদ্যুত ব্যবস্থা। ঘন্টার পর ঘন্টা বিদ্যুত না থাকায় অতিষ্ঠ হয়ে উঠেন হবিগঞ্জবাসী।
এলাকাবাসী ও জেলা বিদ্যুত অফিস সূত্র জানায়, গত শনিবার বেলা ৪টার ১৫ মিনিটে হঠাৎ করেই কাল বৈশাখী ঝড় শুরু হয়। প্রায় ২৫ মিনিট পর্যন্ত স্থায়ী ঝড়ে বিভিন্ন স্থানে গাছ পালা ভেঙ্গে পড়ে বিদ্যুতের তার ছিড়ে যায়। এতে হবিগঞ্জ হয়ে পড়ে বিদ্যুতবিহীন। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত হবিগঞ্জ ছিল অন্ধকারে। এছাড়া ঝড়-বৃষ্টির কারণে জেলার ৮টি উপজেলাও বিদ্যুতহীন হয়ে পড়ে। গাছ-পালা ভেঙ্গে পড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। জেলার বিভিন্ন স্থানে ফসলী জমিরও ব্যাপক
(এরপর পৃষ্ঠা-২)
ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। সুবিদপুর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, কাল বৈশাখী ঝড়ের তান্ডবে তার ইউনিয়ন পরিষদের ১০টি বড় গাছ ভেঙ্গে পড়েছে। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও ইউনিয়নের বিভিন্ন স্থানে গাছ-গাছালি ভেঙ্গে গেছে। শহরের ২নং পুল এলাকায় একটি ঘর ভেঙ্গে বিদ্যুতের তারে পড়ে গেলে তার ছিড়ে যায়।
শহরের শায়েস্থানগর এলাকার বাসিন্ধা নুরুল হক কবির জানান, ঝড়ে তার বাসার ২টি গাছ পড়েছে। এছাড়াও তাদের এলাকার অসংখ্য বাসার গাছ-পালা ভেঙ্গে গেছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *