চুনারুঘাট পৌরসভার গুরুত্বপূর্ণ পয়েন্টে অচিরেই জ্বলবে সড়কবাতি

রুবেল তালুকদার ॥ চুনারুঘাট পৌরসভার রাতে আঁধারে নাগরিকদের চলাচলের পথ সুগম করতে মেয়রের উদ্যোগে সড়কবাতি কাজ চলছে। সাপ্তাহখানেক ধরে এ কাজ হচ্ছে। সরজমিনে দেখা গেছে, সড়কবাতি গুলো চুনারুঘাটে উত্তর বাজার ও দক্ষিণ বাজার এবং উপজেলার পরিষদসহ ৯ টি ওয়ার্ডে গুরুত্বপূর্ণ পয়েন্টে তিনশাখা বিশিষ্ট লোহার স্ট্যান্ড রয়েছে। কাজ শেষ হলে বিদ্যুতের সাহায্য রাত্রে জ্বলবে। কোনো কোনো স্থানে সড়কবাতি কাজ শেষ আবার কোনো স্থানে কাজ চলছে। কাজটি শেষ হয়ে গেলে রাতের অন্ধকার দুর হবে। ফলে নাগরিকদের হাঁটাযাত্রা নিরাপদ করতে আরো একধাপ এগিয়ে যাবে। ষাটোর্ধ উত্তরবাজারের ৫ জন বাসিন্দা এবং দক্ষিণ বাজারের ৩ জন বাসিন্দা ডেইলি সিলেট. কমে বলেন, ফুটপাত গুলো আলোকিত হবে। হাঁটাযাত্রা সহজ হবে। কিছু কিছু জায়গায় অন্ধাকার নিম্মজিত থাকে যেগুলো বর্তমান সড়কবাতি গুলো কভার করতে পারছে না। ফলে ঐ সমস্ত জায়গায় সড়কবাতি প্রতিস্থাপন করায় অন্ধাকারচ্ছন্ন স্থানগুলো অচিরেই তা আলোকিত হবে। নি:সন্দেহ এটি ভালো উদ্যোগ। তারা আরও বলেন, রাতে যে সমস্ত স্পটে মাদকের পদচারণায় থাকে সেগুলোতে সড়কবাতি দেওয়া অনেকটা কমে যাবে। বাড়ি-ঘরের রাস্তা ও ফুটপাতসহ অন্ধকার কেটে আলোকিত হবে। জানতে চাইলে চুনারুঘাট পৌরসভার মেয়র নাজিমুদ্দিন সামছু বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়কবাতি কাজ চলছে। ইতিমধ্যে থানার পয়েন্টে কাজ শেষ। ৮/৯ দিনের মধ্যে কাজ শেষ হবে। নাগরিকদের রাতে নিরাপদে বাড়ি ফিরতে বা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে কলিকাতার আদলে এই সড়কবাতি গুলো যথেষ্ট সহায়ক হবে। নাগরিকদের সেবা দিতে আমি আপ্রাণ চেষ্টা করছি”। অচিরেই উদ্বোধন হবে জানিয়ে দুইবারের মেয়র বলেন, খুব শীঘ্রই এ কাজে উদ্বোধন হবে।
Share on Facebook
Leave a Reply