মিরাশী ইউনিয়নে চেয়ারম্যান রমিজ উদ্দিনের উন্মুক্ত বাজেট ঘোষনা
মোঃ মোজাম্মেল হক জনি মিরাশী ॥ চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নে ১ কোটি ৩৭ লাখ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে। গত ২৫ মে বৃহস্পতিবার সকাল ১১ঘটিকার সময় মিরাশী ইউনিয়ন অফিস সভা কক্ষে উক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়। মিরাশী ইউনিয়নের জন নন্দিত চেয়ারম্যান রমিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে ও ইউপি সচিব সাধন আচার্যের পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্হানীয় সরকার বিভাগের হবিগঞ্জের উপ-পরিচালক মোঃ শফিউল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সিরাজুম মুনিরা, ডি এপ এলজির মোঃ মাহবুবুর রহমান, মিরাশী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাষ্টার আব্দুস সামাদ আজাদ, মাষ্টার আহাদুজ্জামান খান মাসুক, মাষ্টার আলী হায়দার, কামরুল ইসলাম, মাষ্টার বদরুল, উদ্যোক্তা আতাউল হক এমরান, ইউপি সদস্য সুরুজ আলী, ফরিদ গাজীসহ সকল ইউপি সদস্য ও মহিলা সদস্যাগন উপস্থিত ছিলেন। বাজেট সভায় চেয়ারম্যান রমিজ উদ্দিন ১ কোটি ৩৭ লাখ ৮০ হাজার ৬৬০ টাকা আয় দেখিয়ে উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। উল্লখ্য, চেয়ারম্যান রমিজ উদ্দিন চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর এটাই প্রথম বাজেট ঘোষনা করেন।
Share on Facebook
Leave a Reply