সাংবাদিক সুলতান খানের মায়ের ইন্তেকাল ॥ বিভিন্ন মহলের শোক

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাহিত্য-সংস্কৃতিক সম্পাদক অধ্যক্ষ আলহাজ্ব ছোলাইমান খান রাব্বানী ও দৈনিক ইনকিলাবের চুনারুঘাট প্রতিনিধি সাংবাদিক এস.এম. সুলতান খানের মাতা খন্দকার ছিদ্দিকা ভানু (৭৫) গত রবিবার সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে চুনারুঘাট উপজেলার ৯নং রাণীগাঁওইউনিয়নের রাণীগাঁও গ্রামে নিজ বাড়ীতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ……. রাজিউন)। গতকাল সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে রাণীগাঁও শাহী ঈদগাঁহ্ ময়দানে মাওলানা ছোলাইমান খান রাব্বানীর ইমামতিতে নামাযের জানাযা শেষে মহল্লার কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ২ পুত্র, নাতী-নাতনীসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। জানাযায় অংশ গ্রহণ করেন সদর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ লিয়াকত হাসান, ইউপি চেয়ারম্যান নূরুল মুনিম চৌধুরী ফারুক, মৌলভীবাজার জেলা ইসলামী ফ্রন্টের সহ-সভাপতি মাওলানা আব্দুল মুহিত হাসানী, সাধারণ সম্পাদক কাজী মোঃ কুতুব উদ্দিন, হবিগঞ্জ জেলা সভাপতি মাওলানা শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারোয়ার আলম গোলাপ, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, মাওলানা আজিজুল ইসলাম খান, মাওলানা আবুল খায়ের সানু, দি ল্যাব এইড হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ ফারুক মিয়া, মাওলানা সাইফুল মোস্তফা, উপজেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মুফতি মুসলিম খান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ইয়াকুত মিয়া, জেলা ছাত্রসেনার সভাপতি মোঃ শাহ্ আলম, সাধারণ সম্পাদক মোঃ মামুনূর রশীদসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। উপস্থিত সকলে শোক সন্তপ্ত পরিবারের লোকজনদেরকে সমবেদনা জ্ঞাপন করেন।
Share on Facebook
Leave a Reply