পান্নার বিষপানে আত্মহত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দেওরগাছ ইউনিয়নের ইনাতাবাদ গ্রামের মানিক মিয়ার মেয়ে পান্না আক্তারের বিষপানে আত্মহত্যার ঘটনা নিয়ে একটি মহল ঘোলা পানিতে মাছ ধরার অপচেষ্টা চালাচ্ছে। তারা নারী নির্য়াতনসহ এন্তার অভিযোগ এনে দু’সহোদরসহ ৩ জনকে আসামী করে হবিগঞ্জ কোর্টে মামলা দায়ের করেছে। মামলাটি বিজ্ঞ আদালত তদন্তের জন্যে চুনারুঘাট থানায় প্রেরণ করেন। মামলার সুত্র ও স্থানীয় বাসিন্দারা জানান, পান্না আক্তার অপ্রাপ্ত বয়সেই রোজগারের তাগিদে সৌদি আরব চলে যায়। এক বছরের অধিক সময় সৌদি থাকার পর সে দেশে চলে আসে। দেখতে সুশ্রী উৎশৃখল পান্না অল্প সময়েই মানুষের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে পারে। স্থানীয় বাসিন্দা মোস্তফার ছেলে ফয়সলের সাথে প্রেমের ঘটনাটি অস্বীকৃতি জানায়। ফলে সে বিষ পান করে ফেললে বাবা/মা তার সাথে বিয়ে দিতে রাজি হয়। ফয়সলের সাথে ৭/৮ মাস ঘর সংসার চলে। এরই সাথে এলাকার একাধিক ছেলের সাথে সুসম্পর্ক গড়ে তুলে। বিষয়টি স্বামী ফয়সল জেনে ফেলে। এ নিয়ে সংসারে দ্বন্ধ দেখা দেয়। পরকিয়া ঘটনায় স্থানীয় মুরুব্বীরা একাধিক শালিষ বৈঠক করেন। এক পর্যায়ে শালিষের মাধ্যমে পান্নাকে তালাক দেয় ফয়সল। এবং কাবিন বাবদ ৭৫ হাজার টাকাও প্রদান করে সে। স্থানীয় একাধিক সুত্র জানায় সম্প্রতি পান্না অপর একটি প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। ওই ছেলেটিকে বসে আনতে না পেরে রাগে ২৭ শে এপ্রিল তার চাচা হিরণ মিয়ার ঘরে বিষ পান করে। বিসাত্রনাস্ত হয়ে পান্না ছটপট করলেও চাচা হিরণ সহ স্থানীয় জনেরা এগিয়ে আসেনি। পরে পান্না মা ও ফুফু ঘটনার ৩ ঘন্টা পর তাকে চুনারুঘাট হাসপাতাল ও পরে সেখান থেকে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ থেকে পান্নাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ২৩ দিন চিকিৎসার পর সে পান্না মারা যায়।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *