সমাজের নিপীড়িত মানুষের সেবা করে সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চাই- ব্যারিস্টার সুমন

যতই দিন যাচ্ছে ততই জনপ্রিয়তা বেড়ে চলছে বাংলাদেশের রাজনীতির বিস্ময় বালক খ্যাত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সম্মানিত প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের । দীর্ঘদিন ধরে মাধবপুর ও চুনারুঘাটের অবহেলিত ও শোষিত মানুষের পাশে থাকায় এলাকাবাসী ব্যারিস্টার সুমনকে তাঁদের পরম আত্মীয় মনে করে । এলাকার সর্বস্তরের মানুষের সম্মান ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন ব্যারিস্টার সুমন । ইতিমধ্যে এলাকার যুবসমাজের কাছে অহংকার হিসিবে প্রতীয়মান হয়ে উঠেছেন তিনি। মাধবপুর ও চুনারুঘাট জনপদের প্রতিটি যুবককে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে বরাবরই বিভিন্ন অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেছেন । শুধুমাত্র কথায় বিশ্বাসী নন তিনি। অনুপ্রেরণামূলক বক্তব্যের পাশাপাশি শিক্ষা সামগ্রী বিনা মূল্যে প্রদান করে এলাকার যুবকদের মধ্যে অন্যরকম স্বপ্ন তৈরি করার নেপত্থের নায়ক হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার সুমন। এলাকার যুবসমাজকে মাদকের কবল থেকে রা করতে প্রতিনিয়ত বিভিন্ন পরিকল্পনা গ্রহন করছেন তিনি । পরিকল্পনা মাফিক সকল উদ্যোগ সফলতার সাথে বাস্তবায়নও করে যাচ্ছেন ব্যারিস্টার সুমন । বিভিন্ন স্কুলে গিয়ে গিয়ে সচেতনতা বৃদ্ধি করেছেন তিনি । নিয়মিত যাতে খেলাধুলা করতে পারেন তাঁর জন্য ব্যারিস্টার সুমন প্রতিনিয়ত খেলাধুলার জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করছেন । এতে খেলাধুলার প্রতি আগ্রহী হয়ে এলাকার যুবসমাজের অনেকেই মাদকের রাহুগ্রাস থেকে মুক্তি পাচ্ছে । প্রতিযোগিতামূলক খেলাধুলার আয়োজন করে যুবসমাজকে চিত্ত বিনোদনের সুযোগ করে দিচ্ছেন । একজন দ ফুটবল কোচের মাধ্যমে এলাকার সম্ভাবনাময় খেলোয়াড়দের নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা করে দিচ্ছেন তিনি । অবহেলিত এলাকায় নিজের অর্থায়নে ২০ টির অধিক রাস্তাঘাট মেরামত সহ কাঠের ব্রিজ নির্মাণ করে দিচ্ছেন । এতে উপকৃত হচ্ছেন হাজারো অবহেলিত মানুষ । এলাকার বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অনায়াসেই তাঁদের গন্তব্যে যেতে পারছে । ব্যারিস্টার সুমনের এই ধরণের মহতী উদ্যোগ দেখে অনুপ্রাণিত হচ্ছে এলাকার বহু শিক্ষার্থী ও দানশীল ব্যক্তিবর্গ । ব্যারিস্টার সুমন এখন পর্যন্ত অনেক মসজিদ,মন্দির মেরামতসহ বিভিন্ন ধর্মীয় কাজে সহায়তা করেছেন । এলাকার মানুষের সেবা করার নিমিত্তে ব্যারিস্টার সুমন প্রতিনিয়ত যত উন্নয়নমূলক কাজ করেন তার সকল কাযর্ক্রম পেইজবুক লাইভে দেখতে পাই। এতে করে সকল শ্রেণীর মানুষ অনুপ্রাণীত হয়। তাঁর দেয়া সকল উন্নয়নমূলক কর্মকান্ড থেকে যেন সবাই শিক্ষা লাভ করে নিজের এলাকার মানুষের সেবা করতে পারে সেজন্যই তিনি লাইভে আসেন । প্রচলিত সমাজ ব্যবস্থাকে আর উপরে বসে থাকা হুজগে মোড়লদের বৃদ্ধাঙ্গুগুলি দেখিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত আর প্রমাণ করে যাচ্ছে “মানুষ চাইলে সবই পারে ।“সমাজের নিপীড়িত ও শোষিত মানুষের সেবা করার মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সান্নিধ্য পেতে চাই” বলে যে মানুষটি তাঁর আয়ের সবটুকুই মানবিকতার স্বার্থে বিলিয়ে দেয় তাঁকে নিশ্চয়ই আল্লাহ্ ব্যতীত কেউ দমিয়ে রাখতে পারবে না । ব্যারিস্টার সুমন ইতিবাচক ধারার পরিবর্তনে বিশ্বাসী একজন দূরদর্শী মানুষ । তাঁর সাবলীলতা তাঁকে অনেক দূর নিয়ে যাবে বলে সুমন অনুসারীরা মনে করে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *