কোয়েল পাখির ডিম সংগ্রহ করতে গিয়ে এক ব্যক্তির মৃত্যু
স্টাফ রিপোর্টার॥ কোয়েল পাখির ডিম সংগ্রহ করতে গিয়ে হাট এ্যাটাকে ফুল মোহন (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দুপুর ২ টায় চুনারুঘাট উপজেলার আমুরোড এলাকায় ঘটনাটি ঘটেছে। ফুল মোহন পশ্চিম পীরেগাঁও লাল মোহনের ছেলে। চুনারুঘাট মাধবপুর সার্কেল এ এস পি আহমেদ রাজু ঘটনর সত্যতা স্বীকার করে বলেন, ফুল মোহন স্থানীয় ভাবে কোয়েল পাখির ব্যবসার জন্য পাখি সংগ্রহ করতে গিয়ে দুপুর ২টায় আমুরোড এলাকায় হাট এ্যাটাকের শিকার হয়ে মারা যান। মুছা মিয়া নামে এক ব্যক্তি ফুল মোহনকে বুকে ব্যথা নিয়ে শুয়ে থাকতে দেখেন। কিছুক্ষণ পর কোন সাড়া শব্দ না পাওয়ায় স্থানীয় লোকদের ডাকেন। চুনারুঘাট থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে ফুল মোহনের ছেলে ও স্বজনরা লাশ জিম্মায় বাড়িতে নিয়ে যান।
Share on Facebook
Leave a Reply