চুনারুঘাট-মাধবপুর আসনে মহিলা ভোটার বেশী ১শ ৭৭টি কেন্দ্রে গোপন কক্ষ ৮শ ৩৩টি
ইসমাইল হোসেন বাচ্চু ॥ একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে পুরুষের চেয়ে মহিলা ভোটারের সংখ্যা বেশী। চুনারুঘাট ও মাধবপুর উপজেলাসহ দুইটি পৌরসভা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লক্ষ ২৭ হাজার ৫শ ৫৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লক্ষ ১৩ হাজার ৩শ ২৩ জন এবং মহিলা ভোটার ২ লক্ষ ১৪ হাজার ২শ ৩৪ জন। মহিলা ভোটার বেশী ৯শ ১১ জন। নির্বাচন কমিশন সুত্রে প্রকাশ, দু’টি উপজেলার মধ্যে চুনারুঘাট উপজেলায় পৌরসভাসহ ১০টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ৫ হাজার ৫শ ৩১ জন। পুরুষ ভোটার ১ লক্ষ ১ হাজার ৬শ ১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৩ হাজার ৯শ ৩০ জন। মাধবপুর উপজেলায় একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লক্ষ ২২ হাজার ২৬ জন। পুরষ ভোটার ১ লক্ষ ১১ হাজার ৭শ ২২ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ১০ হাজার ৩শ ৪ জন। এ আসনে মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১শ ৭৭টি। এর মধ্যে চুনারুঘাট উপজেলায় ৮৪টি এবং মাধবপুর উপজেলায় ৯৩টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। দু’উপজেলায় মোট ভোট কক্ষের (পোলিং বুথ) সংখ্যা ৮৩৩টি। এর মধ্যে চুনারুঘাটে ৩৮৫টি এবং মাধবপুরে ৪৪৮টি। নির্বাচন কমিশন সুত্রে প্রকাশ, চুনারুঘাটে ৮৪টি কেন্দ্রের মধ্যে বাসুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট ভোটার ২ হাজার ৬শ ৫৪ জন। পুরুষ ভোটার ১৩২২ জন এবং মহিলা ১৩৩২ জন। আলীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৮৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৫৮ জন এবং মহিলা ভোটার ১৪২৬ জন। রেমা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৯১ জনের মধ্যে পুরুষ ভোটার ৬২০ জন এবং মহিলা ভোটার ৫৭১ জন। গাজীপুর হাইস্কুল এন্ড কলেজে ৪০৫৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৯১৮ জন এবং মহিলা ভোটার ২১৩৮ জন। ছনখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৫০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৩৯ জন এবং মহিলা ১৪১১ জন। টেকারঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৩৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৩০ জন এবং মহিলা ভোটার ১২০৯ জন। জারুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৯১ জনের মধ্যে পুরুষ ভোটার ১১১৮ জন এবং মহিলা ভোটার ১১৭৩ জন। ইকরতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৫৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৯৯ জন এবং মহিলা ভোটার ১২৫৪ জন। দুধপাতিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৫৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯১৫ জন এবং মহিলা ভোটার ৯৪২ জন। উছমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৫৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৯৯ জন এবং মহিলা ভোটার ৮৫৯ জন।
শুকদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৮১ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৬৬ জন এবং মহিলা ভোটার ১৬১৫ জন। রাজারবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮৪০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮৪৩ জন এবং মহিলা ভোটার ১৯৯৭ জন। কালিশিরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৫৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩০৩ জন এবং মহিলা ভোটার ১২৫৩ জন। উত্তর ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৮০ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৮৮ জন এবং মহিলা ভোটার ১১৯২ জন। ঘনশ্যামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৪৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৫৭ জন এবং মহিলা ভোটার ১৩৯২ জন। আড়ংবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২০৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৭৮ জন এবং মহিলা ভোটার ১১২৭ জন। নালুয়া চা বাগান প্রাথমিক বিদ্যালয়ে ২০৮৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১০২১ জন এবং মহিলা ভোটার ১০৬৫ জন। গাদিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৯১ জনের মধ্যে পুরুষ ভোটার ১১২৬ জন এবং মহিলা ভোটার ১২৬৫ জন। কাচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৯২ জনের মধ্যে পুরুষ ভোটার ১১২৫ জন এবং মহিলা ভোটার ১১৬৭ জন। চান্দপুর বস্তি আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০৫০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৯৭৫ জন এবং মহিলা ভোটার ২০৭৫ জন। বেগমখান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬১৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৮১৪ জন এবং মহিলা ভোটার ৮০৪ জন। বড়বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২৭২ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬৪৬ জন এবং মহিলা ভোটার ১৬২৬ জন। চান্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৭৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮৯৯ জন এবং মহিলা ভোটার ১৮৭৭ জন। চন্ডিছড়া চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে ২৬১১ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৮৫ জন এবং মহিলা ভোটার ১৩২৬ জন। চাকলাপুঞ্জি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩২৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৬২৩ জন এবং মহিলা ভোটার ৭০১ জন। হাজী মোজাফ্ফর উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ৩০১৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫১৮ জন এবং মহিলা ভোটার ১৫০০ জন। পাইকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৬ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৮৪ জন এবং মহিলা ভোটার ১০৪২ জন। সতং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৩৯ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৬১ জন এবং মহিলা ভোটার ৯৭৮ জন। উজ্জলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২১৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৫৯ জন এবং মহিলা ভোটার ১৬৫৪ জন। ফান্দ্রাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৪৩ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৯০ জন এবং মহিলা ভোটার ৮৫৩ জন। দেউন্দি চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২০০ জনের মধ্যে পুরুষ ভোটার ১১০৯ জন এবং মহিলা ভোটার ১০৯১ জন। লস্করপুর চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে ২৬২৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩২২ জন এবং মহিলা ভোটর ১৩০৭ জন। কাপাই চা-বাগান প্রাথমিক বিদ্যালয়ে ১৫৮৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৯১ জন এবং মহিলা ভোটার ৭৯৪ জন। সাতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৮৮৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৪৪৭ জন এবং মহিলা ভোটার ৪৩৮ জন। লালচান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৫৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৫২ জন এবং মহিলা ভোটার ১২০১ জন। লালচান্দ বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৮৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৭৩ জন এবং মহিলা ভোটার ১২১৩ জন। শানখলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৯৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৩০ জন এবং মহিলা ভোটার ১১৬৭ জন। শ্রীবাউর বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৫৯ জনের মধ্যে পুরুষ ভোটার ৮০৮ জন এবং মহিলা ভোটার ৮৫১ জন। শাকির মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ে ২১৬০ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৯২ জন এবং মহিলা ভোটার ১০৬৮ জন। মির্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১০৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৭৬ জন এবং মহিলা ভোটার ১৫২৯ জন। ডেউয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৮৬ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৬৯ জন এবং মহিলা ভোটার ৯১৭ জন। পঞ্চাশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮০৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৮০ জন এবং মহিলা ভোটার ১৪২৭ জন। কালিনগর হাজী আঃ রশিদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৭৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৫৫ জন এবং মহিলা ভোটার ১০২৩ জন। মমিনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯৯৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৩৮ জন এবং মহিলা ভোটার ১৫৬০ জন। নরপতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪৫১০ জনের মধ্যে পুরুষ ভোটার ২১৯৯ জন এবং মহিলা ভোটার ২৩১১ জন। ঘরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৩৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৩২ জন এবং মহিলা ভোটার ১০০২ জন। হাসারগাঁও ইসলামিয়া কৌমিয়া মাদ্রাসার ৪০১০ জনের মধ্যে পুরুষ ভোটার ২০৫৬ জন এবং মহিলা ভোটার ১৯৫৪ জন। জিকুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬১৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩১৬ জন এবং মহিলা ভোটার ১৩০৩ জন। বড়কোটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৬৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৫১ জন এবং মহিলা ভোটার ১৫১৭ জন। অলিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫১৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১২১৫ জন এবং মহিলা ভোটার ১২৯৯ জন। দুর্গাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৩৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৬১৭ জন এবং মহিলা ভোটার ৬২১ জন। মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭১৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৪৬ জন এবং মহিলা ভোটার ১৩৬৮ জন। নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮২৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৩৭ জন এবং মহিলা ভোটার ৮৯০ জন। উলুকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮১৫ জনের মধ্যে পুুরুষ ভোটার ৯০৬ জন এবং মহিলা ভোটার ৯০৯ জন। উবাহাটা কুদ্রতীয়া দাখিল মাদ্রাসার ১৭৩০ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৭৮ জন এবং মহিলা ভোটার ৮৫২ জন। কাছিশাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪২২ জনের মধ্যে পুরুষ ভোটার ৭০১ জন এবং মহিলা ভোটার ৭২১ জন। ঊষাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১৮৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৫৪ জন এবং মহিলা ভোটার ১৬৩০ জন। ইছাকুটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৩৬ জন এবং মহিলা ভোটার ৯০১ জন। সাটিয়াজুরী উচ্চ বিদ্যালয়ে ৩৬৭৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮৩২ জন এবং মহিলা ভোটার ১৮৪৬ জন। আঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৭৩৬ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৮০ জন এবং মহিলা ভোটার ৮৫৬ জন। প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্রে ১৯১৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৭৬ জন এবং মহিলা ভোটার ৯৪১ জন। শ্রীবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে ২১৬২ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৮২ জন এবং মহিলা ভোটার ১০৮০ জন। গাভীগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৮৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৬৫ জন এবং মহিলা ভোটার ১৪১৮ জন। মাসুদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে ২৫০০ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৪৮ জন এবং মহিলা ভোটার ১২৫২ জন। রানীগাঁও দাখিল মাদ্রাসার ২২৮২ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৮৯ জন এবং মহিলা ভোটার ১১৯৩ জন। মিরাশী উচ্চ বিদ্যালয়ে ৩৮৮৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮৯২ জন এবং মহিলা ভোটার ১৯৯৬ জন। পারকুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৮০ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৬১ জন এবং মহিলা ভোটার ১০১৯ জন। কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৮২ জনের মধ্যে পুরুষ ভোটার ১১১৮ জন এবং মহিলা ভোটার ১১৬৪ জন। নাছিমাবাদ বাগান মক্তবের ২৪৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৬২ জন এবং মহিলা ভোটার ১২১৪ জন। কালেংগা মাদ্রাসার ১৫৫২ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৪৯ জন এবং মহিলা ভোটার ৭০৩ জন। হাকাজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৫০ জনের মধ্যে পুরুষ ভোটার ৬০২ জন এবং মহিলা ভোটার ৬৪৮ জন। পাকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০৬০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৯৭৪ জন এবং মহিলা ভোটার ২০৮৬ জন। পড়াঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯৯১ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৬০ জন এবং মহিলা ভোটার ১৫৩১ জন। রূপসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬৯৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩২৪ জন এবং মহিলা ভোটার ১৩৭৩ জন। চামলতলী চৌধুরী শামছুন্নাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৫৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৩৬ জন এবং মহিলা ভোটার ৯১৮ জন। ভোলারজুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭১৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৩৯ জন এবং মহিলা ভোটার ১৩৭৮ জন। বড়াব্দা শাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮১৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৯৫ জন এবং মহিলা ভোটার ১৪২০ জন। বড়াব্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১০২ জনের মধ্যে পুরুষ ভোটার ১০২২ জন এবং মহিলা ভোটার ১০৮০ জন। একডালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৪৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৫৯ জন এবং মহিলা ভোটার ৭৮৮ জন। হাজী ইয়াছিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪২৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৭৩৪ জন এবং মহিলা ভোটার ১৬৯৩ জন। চুনারুঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ২০০৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৯০ জন এবং মহিলা ভোটার ১০১৫ জন। নয়ানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯১৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৫৩ জন এবং মহিলা ভোটার ৯৬১ জন। চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮১২ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৪১ জন এবং মহিলা ভোটার ৮৭১ জন। ধলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৫৫১ জনের মধ্যে পুরুষ ভোটার ১৭৫৩ জন এবং মহিলা ভোটার ১৭৯৮ জন। মাধবপুরে ৯৩টি কেন্দ্রের মধ্যে গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৩৩ জন এবং মহিলা ভোটার ১০৭৪ জন। কাজীরচক নেছারিয়া দাখিল মাদ্রাসার ২১২০ জনের মধ্যে পুরুষ ভোটার ১০১৭ জন এবং মহিলা ভোটার ১১০৩ জন। কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৮৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৩৯ জন এবং মহিলা ভোটার ১৪৪৯ জন। সাউথ কাশিমনগর উ”চ বিদ্যালয়ে ৩০৬৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫০৮ জন এবং মহিলা ভোটার ১৫৫৫ জন। আহম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০৯৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১০০৬ জন এবং মহিলা ভোটার ১০৮৭ জন। সোয়াবই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬৪৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৭৯ জন এবং মহিলা ভোটার ১৩৬৭ জন। শিয়ালউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬০৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৩২ জন এবং মহিলা ভোটার ১২৭৭ জন। হরষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৬৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪২৫ জন এবং মহিলা ভোটার ১৪৪২ জন। চেংগার বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৪৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৫৫ জন এবং মহিলা ভোটার ১৩৯০ জন। আরিছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮০০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৯৪ জন এবং মহিলা ভোটার ১৪০৬ জন। কাশিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩২০ জন এবং মহিলা ভোটার ১৩৫৬ জন। বরুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২৫৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৯১ জন এবং মহিলা ভোটার ১৬৬৪ জন। কমলানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৮৭৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪২৭ জন এবং মহিলা ভোটার ১৪৫১ জন। চৌমুহনী খুর্শিদ হাইস্কুল এন্ড কলেজের ২০২৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৮৫ জন এবং মহিলা ভোটার ১০৪২ জন। পশ্চিম হরিণসোনা নূরমেহের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩১৫৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬০৫ জন এবং মহিলা ভোটার ১৫৫১ জন। কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৭৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩০৪ জন এবং মহিলা ভোটার ১২৭০ জন। দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯০৩ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৫৪ জন এবং মহিলা ভোটার ৯৪৯ জন। কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩০৩১ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৩৬ জন এবং মহিলা ভোটার ১৪৯৫ জন। মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৮২ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৮৭ জন এবং মহিলা ভোটার ১২৯৫ জন। শাহজালাল কলেজের ২৮৭৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৩২ জন এবং মহিলা ভোটার ১৪৪২ জন। বহরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৩২ জন এবং মহিলা ভোটার ১৩৪৪ জন। তালিবপুর আহছানিয়া উ”চ বিদ্যালয়ে ২৫৫০ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৫০ জন এবং মহিলা ভোটার ১৩০০ জন। ঘিলাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৭২ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৩০ জন এবং মহিলা ভোটার ১০৪২ জন। আউলিয়াবাদ আর, কে উচ্চ বিদ্যালয়ে ৩৩৩৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬৫৮ জন এবং মহিলা ভোটার ১৬৭৯ জন। সুন্দাদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৭৫ জনের মধ্যে পুুরুষ ভোটার ৯৫৬ জন এবং মহিলা ভোটার ৯১৯ জন। রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৯৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৩৯ জন এবং মহিলা ভোটার ১৩৬০ জন। আদাঐর উচ্চ বিদ্যালয়ে ২৪২৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১২২৬ জন এবং মহিলা ভোটার ১১৯৭ জন। গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৩৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৮৬ জন এবং মহিলা ভোটার ৭৪৯ জন। হালুয়াপাড়া সরকারি বিদ্যালয়ে ১৪৮৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৭২৪ জন এবং মহিলা ভোটার ৭৬০ জন। গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৮৩ জনের মধ্যে পুরুষ ভোটার ৬০২ জন এবং মহিলা ভোটার ৫৮১ জন। মিঠাপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৬১ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৬১ জন এবং মহিলা ভোটার ৮০০ জন। মৌজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৪০৪৬ জনের মধ্যে পুরুষ ভোটার ২০৩৭ জন এবং মহিলা ভোটার ২০০৯ জন। সম্পদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯৯৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৫২২ জন এবং মহিলা ভোটার ৪৭৬ জন। আন্দিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০৯৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৯৭ জন এবং মহিলা ভোটার ৯৯৮ জন। আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ে ১২১১ জনের মধ্যে পুরুষ ভোটার ৫৯৬ জন এবং মহিলা ভোটার ৬১৫ জন। হাড়িয়া হাজী মিয়াচান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮৯৫ জনের মধ্যে পুরুষ ভোটার ২০৫২ জন এবং মহিলা ভোটার ১৮৪৩ জন। দুর্গাপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৫২৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৯৭ জন এবং মহিলা ভোটার ৭৩১ জন। হরিণমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫২৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩২৭ জন এবং মহিলা ভোটার ১২০০ জন। বাড়াচান্দুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫৯৩ জনের মধ্যে পুরুষ ভোটার ৮২৫ জন এবং মহিলা ভোটার ৭৬৮ জন। কুটানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩২৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৬৭৭ জন এবং মহিলা ভোটার ৬৫০ জন। সাহাপুর দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৯০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৩২ জন এবং মহিলা ভোটার ১৩৫৮ জন। ভান্ডারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩১৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৬০ জন এবং মহিলা ভোটার ১১৫৭ জন। তেলিয়াপাড়া চা-বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১০৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৬১ জন এবং মহিলা ভোটার ১০৪৪ জন। শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ে ২৫৭৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৭১ জন এবং মহিলা ভোটার ১৩০৩ জন। শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ অফিসের ৩৬০৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮৩৭ জন এবং মহিলা ভোটার ১৭৭২ জন। সুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৯৫২ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৩০ জন এবং মহিলা ভোটার ১৪২২ জন। সুরমা বাগান ১০ নং বে-সরঃ প্রাথমিক বিদ্যালয়ে ৩০৭৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১৫৮৬ জন এবং মহিলা ভোটার ১৪৯১ জন। সুরমা চা-বাগান সরকারি প্রাখমিক বিদ্যালয়ে ৩৪০২ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬৮২ জন এবং মহিলা ভোটার ১৭২০ জন। খাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০৫৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৩৭ জন এবং মহিলা ভোটার ১০২২ জন। দক্ষিণ খড়কী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৫০ জনের মধ্যে পুরুষ ভোটার ১১১৮ জন এবং মহিলা ভোটার ১০৩২ জন। খড়কী ইসলামিয়া কাসেমুল উলুম মাদ্রাসার ১৫৭৬ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৮৫ জন এবং মহিলা ভোটার ৭৯১ জন। দক্ষিণ বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৮৩০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৯৭৩ জন এবং মহিলা ভোটার ১৮৫৭ জন। উত্তর বেজুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪৯ জনের মধ্যে পুরুষ ভোটার ৬২৩ জন এবং মহিলা ভোটার ৬২৬ জন। জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬৪৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩৫৭ জন এবং মহিলা ভোটার ১২৯২ জন। জগদীশপুর জেসি উ”চ বিদ্যালয়ে ২৯৫৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৪৮৮ জন এবং মহিলা ভোটার ১৪৭০ জন। বড়ধলিয়া জগদীশপুর প্রগতি সরকারি প্রাঃ বিদ্যালয়ে ২৬১০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩০৫ জন এবং মহিলা ভোটার ১৩০৫ জন। বানেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪৯০ জনের মধ্যে পুরুষ ভোটার ৭২২ জন এবং মহিলা ভোটার ৭৬৮ জন। বানেশ্বর উ”চ বিদ্যালয়ে ১৪৮৫ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৩৪ জন এবং মহিলা ভোটার ৭৫১ জন। ধনকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৭৩৮ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩২০ জন এবং মহিলা ভোটার ১৪১৮ জন। পাটুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১১৫৯ জনের মধ্যে পুরুষ ভোটার ৫৯৯ জন এবং মহিলা ভোটার ৫৬০ জন। বুল্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩৭৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৫১ জন এবং মহিলা ভোটার ১২২২ জন। বুল্লা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সের ৩১১৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬০০ জন এবং মহিলা ভোটার ১৫১৬ জন। উজ্জলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১০২২ জনের মধ্যে পুরুষ ভোটার ৫৫০ জন এবং মহিলা ভোটার ৪৭২ জন। ইটাখোলা সিনিয়র মাদ্রাসার ৩৩৫৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬৭৮ জন এবং মহিলা ভোটার ১৬৭৫ জন। নারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১৪৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৯১ জন এবং মহিলা ভোটার ১০৫৪ জন। জগদীশপুর চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৬৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৯১ জন এবং মহিলা ভোটার ১২৭৫ জন। নোয়াপাড়া চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪১৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১২০০ জন এবং মহিলা ভোটার ১২১৯ জন। আই, বি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৪৬০ জনের মধ্যে পুরুষ ভোটার ১৬৫৫ জন এবং মহিলা ভোটার ১৮০৫ জন। সৈয়দ সঈদ উদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ১৯৮৯ জনের মধ্যে পুরুষ ভোটার ৯০৮ জন এবং মহিলা ভোটার ১০৮১ জন। রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩৮৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৭০৩ জন এবং মহিলা ভোটার ১৬৮৩ জন। সাহাপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৭৪ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৭৬ জন এবং মহিলা ভোটার ৯৯৮ জন। ছাতিয়াইন বিশ্বনাথ উ”চ বিদ্যালয়ে ৩৮২৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৯৮৫ জন এবং মহিলা ভোটার ১৮৪১ জন। রামেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৪৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৬৪০ জন এবং মহিলা ভোটার ৬০৭ জন। শিমুলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২৪৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৩৫ জন এবং মহিলা ভোটার ১১০৮ জন। পিয়াইম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২১১৯ জনের মধ্যে পুরুষ ভোটার ১০৭৬ জন এবং মহিলা ভোটার ১০৪৩ জন। সাকুচাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৬৩০ জনের মধ্যে পুরুষ ভোটার ৮৬৩ জন এবং মহিলা ভোটার ৭৬৭ জন। এক্তিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৫১ জনের মধ্যে পুরুষ ভোটার ১৩০৬ জন এবং মহিলা ভোটার ১২৪৫ জন। দাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৯৩৪ জনের মধ্যে পুরুষ ভোটার ১০০৯ জন এবং মহিলা ভোটার ৯২৫ জন। ফতেহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫৬৭ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৫৭ জন এবং মহিলা ভোটার ১৩১০ জন। কাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০১৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৭০ জন এবং মহিলা ভোটার ১০৪৮ জন। কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৬১৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৭১ জন এবং মহিলা ভোটার ১৩৪২ জন। ডাঃ মহিউদ্দিন উ”চ বিদ্যালয়ে ২৩১৫ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৫৮ জন এবং মহিলা ভোটার ১১৫৮ জন। হরিতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪৩০ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৫৮ জন এবং মহিলা ভোটার ১১৭২ জন। সাতপাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৫০৯ জনের মধ্যে পুরুষ ভোটার ৭৪৭ জন এবং মহিলা ভোটার ৭৬২ জন। বাঘাসুরা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৪২০ জনের মধ্যে পুরুষ ভোটার ১২১৬ জন এবং মহিলা ভোটার ১২০৪ জন। বাঘাসুরা পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৩০২ জনের মধ্যে পুরুষ ভোটার ১১৮৪ জন এবং মহিলা ভোটার ১১১৮ জন। পুরাইকলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৪২৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৭২৮ জন এবং মহিলা ভোটার ৭০০ জন। নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২৫১২ জনের মধ্যে পুরুষ ভোটার ১২৬৩ জন এবং মহিলা ভোটার ১২৪৯ জন। কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৮৮৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৫৭ জন এবং মহিলা ভোটার ৯৩০ জন। মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়ে ৩৩৭৩ জনের মধ্যে পুরুষ ভোটার ১৭৬৯ জন এবং মহিলা ভোটার ১৬০৪ জন। গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৬৮ জনের মধ্যে পুরুষ ভোটার ৬৬২ জন এবং মহিলা ভোটার ৬০৬ জন। সৈয়দ সঈদ উদ্দিন ডিগ্রী কলেজের ১৯০৭ জনের মধ্যে পুরুষ ভোটার ৯৭৩ জন এবং মহিলা ভোটার ৯৩৪ জন। মাধবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৬৩৬ জনের মধ্যে পুরুষ ভোটার ১৮৪৯ জন এবং মহিলা ভোটার ১৭৮৭ জন। অভিজ্ঞ মহলের অভিমত, মহিলা ভোটারের সংখ্যা বেশী হওয়ার পাশাপাশি বিগত সময়ের প্রাপ্ত ভোটের ফলাফলে মহিলাদের উপ¯ি’তিও লক্ষণীয়। সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই মহিলাদের লম্বা সারি দেখা যায়। এ আসনটি চা-বাগান অধ্যুষিত হওয়ায় মহিলা চা শ্রমিকদের মাঝে ভোট প্রদানে বেশী আগ্রহী থাকতে দেখা যায়। চুনারুঘাট-মাধবপুর আসনটি শিল্পাঞ্চলে রূপান্তরিত হওয়ার পর শ্রমিক ভোটারের সংখ্যা এবার বেশী। ফলে ভোট আদায়ের ফলাফল ও আশানূরূপ হওয়ার সম্ভবনা বিদ্যমান। উল্লেখ্য যে, এবারের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে প্রতিদ্বন্ধিতা করছেন ৪ জন। এর মধ্যে আওয়ামী লীগ তথা মহাজোটের মনোনীত বর্তমান সংসদ সদস্য সিনিয়র আইনজীবি মাহবুব আলী নৌকা প্রতীক, বিশ দলীয় ঐক্যজোট মনোনীত খেলাফত মজলিসের মহাসচিব ড. আহম্মদ আবদুল কাদের ধানের শীষ প্রতীক, ইসলামী আন্দোলনের মনোনীত শেখ মোঃ শামসুল হক হাতপাখা প্রতীক ও ইসলামিক ফ্রন্ট মনোনীত ছোলায়মান খান রাব্বানী মোমবাতি প্রতীক। সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ মোহাম্মদ কায়সার লাঙ্গল প্রতীক নিয়ে একবার ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী মরহুম এনামুল হক মোস্তফা শহীদ নৌকা প্রতীক নিয়ে এ আসন থেকে ছয়বার এমপি নির্বাচিত হয়েছিলেন। এ আসনটি দু’জন সাবেক মন্ত্রীর নির্বাচনী এলাকা হওয়ায় বরাবরই ভিআইপি হিসেবে চিহ্নিত করা হয়। এ্যাডভোকেট মাহবুব আলী নির্বাচিত হয়ে আসনটিকে আবারোও ভিআইপি মর্যাদায় পুনরুদ্ধারে তৎপর থাকবেন-এমন প্রত্যাশা চুনারুঘাট-মাধবপুরের সাধারণ ভোটারদের।
Leave a Reply