
নুর উদ্দিন সুমন: হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসন থেকে দ্বিতীয় বারের মতো সিলেট বিভাগের সর্বোচ্চ ভোটে এমপি নির্বাচিত হয়ে প্রতিমন্ত্রী দায়িত্ব পেয়ে বঙ্গভবনের দরবার হলে শপথ নিলেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।
৭ জানুয়ারি সোমবার বিকাল সাড়ে তিনটায় শুরু হয় শপথ গ্রহণ অনুষ্ঠান। রাষ্ট্রপতি আব্দুল হামিদ ৩টা ৫০ মিনিটের দিকে ১৯ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এ খবরে উচ্ছ্বসিত তার নির্বাচনী এলাকাসহ জেলাবাসী। জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামের কিংবদন্তি রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিশিষ্ট শিক্ষাবিদ ছিলেন উনার পিতা মাওলানা আছাদ আলী।
১৯৬১ সালে জন্মগ্রহণ করেন মাহবুব আলী। বুনিয়াদী আওয়ামী রাজনৈতিক পরিবারেই বেড়ে ওঠা তার। বাবা মাওলানা আসাদ আলী এ আসন থেকেই ১৯৭০ সালে প্রাদেশিক পরিষদ নির্বাচনে এমপি ...