চড়ক পূজাকে কেন্দ্র করে দু’পক্ষের মাঝে উত্তেজনা

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটের রাণীগাঁও ইউনিয়নের লখাইরগাঁও গ্রামে চড়ক পূজাকে কেন্দ্র করে মিরাশী, রাণীগাঁও ও সাটিয়াজুরী ইউনিয়নসহ চুনারুঘাটের তৌহিদী মানুষের মাঝে চরম উত্তেজনা ও ক্ষোভ দেখা দিয়েছে। আগামী শুক্র ও শনিবার এ পূজা অনুষ্ঠানের আয়োজন করায় ইসলাম ধর্মের (এরপর পৃষ্ঠা-২) অনুভুতিতে আঘাত আনার ষড়যন্ত্র করা হচ্ছে বলেও পীর মাশায়েক ও বিপুল সংখ্যক উলামায়ে কেরাম এর প্রতিবাদ জানিয়ে বলেন, আজ থেকে দেড় হাজার বছর আগে যে পূজাকে নিষিদ্ধ করা হয়েছিল বর্তমানে অতি উৎসাহি কিছু পূজারী এমন পূজার আয়োজন করে প্রতিপক্ষ তৈরী করার চেষ্টা করা হচ্ছে। জানা যায়, চড়ক পূজায় বিভিন্ন যাদু-মন্ত্র আর কৌশলে জিন্দা মানুষকে বর্সিতে টানিয়ে চড়ক করা হয়। একই কায়দায় হাত-পা উপর দিকে দিয়ে মাথা নিচে রেখে তার উপর ফল ছিটিয়ে চড়ক করা হয়। সাধারণ মানুষের মাঝে এ পূজাটি অবাক কান্ড হলেও মূলতঃ এমন পূজার কোন ভিত্তি নেই বলেও কিছু সংখ্যক আলেম উলামা দাবী করেছেন। যে এলাকায় চড়ক পূজার আয়োজন করা হয়েছে, সেখানে রয়েছে মিরাশী উচ্চ বিদ্যালয়, মিরাশী সরকারী প্রাথমিক বিদ্যালয়, মিরাশী হাফিজিয়া মাদ্রাসা, গোয়াছপুর মাদ্রাসাসহ অসংখ্যা দ্বীনি শিক্ষার শিক্ষা প্রতিষ্ঠান। ফলে ইসলাম প্রিয় মানুষের মনে আঘাত আনার মতো কোন পূজা যাতে না করা হয় সেদিকে প্রশাসনকে এখনই নজর দেয়ার দাবী জানানো হয়েছে। ওই পূজা না করার জন্য বিশিষ্ট্য আলেম উলামাগণ দাবী জানিয়ে বলেন, যদি এ পূজার মাধ্যমে ইসলাম ধর্মীয় অনুভূতিতে আঘাত আনা হয় তা যে কোন মূল্যে প্রতিহত করা হবে। মিরাশী গ্রামের কয়েকজন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ জানান, ওই গ্রামের গোটা ৫/৭ জন মানুষ চড়ক পূজার আয়োজন করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ফলে অধিকাংশ হিন্দু সম্প্রদায় ব্যক্তিবর্গ এ পূজার পক্ষপাতি নন। অন্যদিকে আলিম উলামাগণ এ পূজাকে প্রতিহত করার প্রতিহত করার চেষ্টা করছেন। ফলে চলছে পক্ষে বিপক্ষে উত্তেজনা। এ পূজাকে কেন্দ্র করে দু-পক্ষের মাঝে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা বিরাজ করছে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *