Daily Archives: April 29, 2014
পানছড়ি আশ্রায়াণ প্রকল্পের বাসিন্দারা নূন্যতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত ঋণের বোঝা নিয়ে আশ্রায়ণ ত্যাগ করছে অনেকেই
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার শানখলা ইউনিয়নস্থ পানছড়ি আশ্রায়ণ প্রকল্পের বাসিন্দারা নূন্যতম নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। আশ্রায়ণ প্রকল্পে নেই কোনো শিক্ষা প্রতিষ্ঠান। নেই স্বাস্থ্য সেবার ব্যবস্থা। স্যানিটেশন ব্যবস্থারও রয়েছে অভাব। বিগত ২০০০ সালে তৎকালীন আওয়ামীলীগ সরকার চুনারুঘাট উপজেলার দূর্গম পাহাড়ী এলাকা শানখলা ইউনিয়নের কালিনগরে ৫০ একর জায়গা নিয়ে পানছড়ি আশ্রায়ণ প্রকল্প গড়ে তুলে। প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে ৫শ ভূমিহীন পরিবারকে বসবাসের জন্য গড়ে তোলা হয় এ প্রকল্পটি। আশ্রায়ণ প্রকল্পের প্রায় ২শতাধিক শিশুর জন্য নেই কোনো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। ফলে শিশুরা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এখানে নেই কোনো স্বাস্থ্য সেবার ব্যবস্থা। গড়ে উঠেনি স্যানিটেশন ব্যবস্থা। শিশুরা স্কুলে যাওয়ার পরিবর্তে জীবিকা নির্বাহের তাগিদে আশপাশের বাড়িতে ঝুকিপূর্ণ কাজ করছে। ৫০টি ব্যারাকে হবিগঞ্জ ...
আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য নারীর অধিকার বাস্তবায়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে এডভোকেট কেয়া চৌধুরী
স্টাফ রিপোর্টার ॥ আমি রাজনীতিতে এসেছি জনগণের সেবা করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন এগিয়ে যাচ্ছে, নারীর অধিকার বাস্তবায়নে এ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নারীরা সমাজের অর্ধাঙ্গীনি, আজ দেশের সকল কর্ম ক্ষেত্রে নারীরা সফল ভূমিকা পালন করে আসছেন। উপরোক্ত কথাগুলি বলেন, (হবিগঞ্জ-সিলেট) মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী। তিনি তার বক্তব্যে প্রধান মন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ূ কামনা করে ও শেখ হাসিনার নেতৃত্বে একটি স্বনির্ভর, ডিজিটাল বাংলাদেশ গঠনে দলমত নির্বিশেষে সকলকে একযোগে কাজ করার আহবান জানান। গত শনিবার সকাল ১১টায় নবীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় নারী উন্নয়ন ফোরাম এর কমিটির সদস্যদের দুই দিনের ওরিয়েন্টেশন কোর্সের ...
এ অর্জন আমার নয় বাংলাদেশের। বাঙালী বলে নিজেকে গর্ববোধ করি ব্রিটেনে কুইন্স এওয়ার্ড পেলেন চুনারুঘাট ময়নাবাদ গ্রামের মামুনুর রশিদ
প্রথম সেবা রিপোর্ট ॥ আন্তর্জাতিক বাণিজ্যে অবদানের জন্য কুইন্স এওয়ার্ড ফর এন্টারপ্রাইজ ২০১৪ পেয়েছে বাংলাদেশি মামুনুর রশিদ চৌধুরীর প্রতিষ্ঠান লন্ডন ট্রাডিশন। গত ২১ এপ্রিল সোমবার রানী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিনে এ পুরস্কার প্রদান করা হয়। লন্ডন ট্রাডিশনের ডাফল কোটের (পশমি কোট) রপ্তানি গত ছয় বছরে ক্রমবর্ধমানভাবে ৮৬৫ শতাংশ বেড়েছে। এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মামুন চৌধুরী বলেন, আমরা তুসকানি থেকে টোকিও'র শহুরে তরুণদের জন্য উন্নত মানের ও নকশার আধুনিক ঐতিহ্যের কোট তৈরি করি। এসব কোর্টের ৯০ শতাংশ ক্রেতা ব্রিটেনের বাইরের। তারা আন্তর্জাতিক স্টাইলে ব্রিটিশ সংস্কৃতিকে পেতে চায়। মামুনুর রশিদের গ্রামের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার ময়নাবাদে। ২০০১ সালে কোম্পানিটির যাত্রা শুরু হয়। লন্ডনে প্রশস্থ কারাখানায় ইতালির বা ব্রিটেনের বিলাসী উল দিয়ে হাতে ...
মইতল্যা চোরা ফের গ্রেফতার
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের কুখ্যাত গরু চোর মইতল্যা চোরাকে গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ জানায়, চুনারুঘাট উপজেলার বাসুল্লা গ্রামের আব্দুল মতলিব (৪০) ওরপে মইতল্যা চোরার বাড়ীতে গতকাল শনিবার ভোর রাতে দারগা আবু আব্দুল্লা জাহিদের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালায়। এ সময় পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে এক কেজি ভারতীয় গাঁজাসহ মইতল্যাকে গ্রেফতার করে। এব্যাপারে চুনারুঘাট থানার ওসি অমূল্য কুমার চৌধুরী জানান, তার বিরুদ্ধে থানায় গরু চুরি, মাদাক পাচারসহ ২০/২৫টি মামলা রয়েছে। সে পুলিশের চোঁখকে ফাঁকি দিয়ে দীর্ঘ দিন ধরে এলাকায় গরু চুরি মাদক ব্যাবসা চালিয়ে যাচ্ছিল। কুখ্যাত মইতল্যা চোরা গ্রেফতার হওয়ায় এলাকার কৃষকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য খাতে চুনারুঘাট আর পিছিয়ে থাকবে না। অতি সম্প্রতি চুনারুঘাটের ৫০ শয্যা হাসপাতাল সম্প্রসারিত ভবন উদ্ভোধন করা হবে। যে সকল পদ শূণ্য রয়েছে এ গুলোতে পর্যায়ক্রমে পূরণ করা হবে। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগ নিয়ে অত্যন্ত সচেতন ও সুচ্ছার। কোন ধরনের দুর্নীতির আশ্রয় ও প্রশ্রয় মেনে নেওয়া হবে না। চুনারুঘাটে জাকজমকভাবে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় আরসিএইচসিআইবি কমিউনিটি ক্লিনিক প্রকল্পের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে (এরপর পৃষ্ঠা-২) এবং সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জের সহযোগিতায় এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরে বের করা হয়। র্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশিত নন্দী ...
তথ্য ও প্রযুক্তি বিষয়ে জ্ঞান লাভের অনুরোধ করলেন ইউএনও চুনারুঘাটে দুই দিনের ডিজিটাল মেলা সম্পন
প্রথম সেবা রির্পোট ॥ চুনারুঘাটে দুই দিন ব্যাপি ডিজিটাল মেলা আনন্দঘটার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। তথ্য প্রযুক্তিকে মানুষের দ্বারপ্রান্তে পৌছে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়। সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা এনামূল হক মোস্তফা শহীদ অডিটরিয়ামে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের অর্থায়নে চুনারুঘাট উপজেল প্রশাসন এ ডিজিটাল মেলা আয়োজন করে। গত রবিবার সকালে চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের ফিতা কেটে দু’দিন ব্যাপি ডিজিটাল মেলার উদ্ভোধন এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাশহুদুল কবির, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, মাহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, মিরাশী ইউপি চেয়ারম্যান আইয়ূব আলী, গাজীপুর ইউপি চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, কৃষি অফিসার জালাল উদ্দিন, ...
৫শ ৬৮ জন ম্যালেরিয়া রোগীর সন্ধান
স্টাপ রিপোর্টার ॥ চুনারুঘাটে গত ৫ বছরের ৫৬৮ জন ম্যালেরিয়া রোগীর সন্ধান পাওয়া গেছে। ১১ হাজার ৬শ ৩৯ জন রোগীর রক্ত পরীক্ষা করে এসব ম্যালেরিয়া প্রজিটিভ রোগীর সন্ধান পাওয়া যায়। গতকাল বৃহস্পতিবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষ্যে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক আলোচনা সভায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য পরিদর্শক আঃ হান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নিশিত নন্দী মজুমদার, আর এমও ডাঃ মামুন, ডাঃ তানভীর, ব্র্যাকের স্বাস্থ্য ও পুষ্টি প্রকল্পের ম্যানেজার প্রেম চাদ আর্চায্য, মা মনি প্রকল্পের শামীম হোসেন ,সীমান্তের মোঃ ইউসুফ আলী ও সচেতন সাহায্য সংস্থার উপজেলা ম্যানেজার হলধর চন্দ্র রায় প্রমুখ। এর আগে একটি র্যালী চুনারুঘাটের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে । সভায় আরো ...
র্যাব পরিচয় দিয়ে জামে মসজিদ খতিবের ৭৫ হাজার টাকা লুট অজ্ঞান অবস্থায় অলিপুর রেল গেইট এলাকা থেকে উদ্ধার
স্টাফ রিপোর্টার ॥ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, পুলিশের বিশেষ শাখার সদস্য ডিবি পরিচয়ে জিম্মি করে টাকা লুটের ঘটনা বেড়েই চলছে। গত ৬ মাসে চুনারুঘাটের বিভিন্ন স্থানে ১০টিরও অধিক লুটের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা কোন কোন ক্ষেত্রে অপহরণকারীদের পোষাক পরিহিত অবস্থায় আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেও অধিকাংশ ঘটনাই রয়েছে আড়ালে। কিন্তু কারা কোথা থেকে অদৃশ্যভাবে গাড়ি সহকারে এসে এরকম লুটের ঘটনা ঘটায় তা র্যাব ও পুলিশ বাহিনী কেউই খোঁজ নিয়ে দেখছেন না। এ অবস্থা চলতে থাকলে যে কোন সময় মারাত্মক ঘটনা অপহরণ ও লুটের ঘটনায় প্রাণ হানীর মত ঘটনা ঘটতে পারে। গত বৃহস্পতিবার চুনারুঘাট উপজেলার দক্ষিন নরপতি গ্রামের তালুকদার বাড়ীর জামে মসজিদের খতিব হাফেজ মোঃ কাইয়ুমকে র্যাবের পোষাক পরিহিত অবস্থায় ...
হবিগঞ্জ পৌরসভার রাস্তা ড্রেনগুলোর বেহাল দশা জনদুর্ভোগ চরমে
প্রথম সেবা রিপোর্ট ॥ হবিগঞ্জ পৌরসভার রাস্তা ও ড্রেনের অবস্থা নাজুক । বর্ষা মৌসুমে পানি আর শুকনো মৌসুমে ধূলোবালিতে জনজীবন বিপর্যস্ত। দীর্ঘ দিনের এসব সমস্যা নিরসনে পৌর কর্তৃপক্ষ উদাসীন এ অভিযোগ পৌরবাসীর। ১৮৮১ সালে প্রতিষ্টিত হবিগঞ্জ পৌরসভা। দেশের ১ম শ্রেনীর পৌরসভাগুলোর মধ্যে অন্যতম। ৯ দশমিক ৫ বর্গ কিলোমিটার এই পৌরসভায় প্রায় লক্ষাধিক মানুষ বসবাস করেন। পৌর নাগরিকদের নানা সমস্যার মধ্যে অন্যতম হচ্ছে ভাঙ্গা রাস্তা ও ড্রেন। শহরের ইনাতাবাদ, শ্যমলী, অনন্তপুর, উমেদনগর, রাজনগর, মাষ্টার কোয়াটার সহ বেশ কটি আবাসিক এলাকায় বিগত ১০/১২ বছর ধরে রাস্তা ও ড্রেন সংস্কার করা হয়নি। জনজীবন বিপর্যস্থ। কিন্তু এসব দেখেও না দেখার ভান করছেন পৌর কর্তৃপক্ষ। ১০/১২ বছর যাবত রাস্তার কাজ হচ্ছেনা। পৌরসভা সূত্রে জানা গেছে ...
ছাগল খোঁজতে গরু বিক্রি!
ইসমাইল হোসেন বাচ্চু ॥ মিজি খান রাজ্য। বিলাসী রাজা সিম্বা শেখ। শখ করে ৩টি ছাগল আর ৫টি গরু লালন-পালন শুরু করলেন। ছাগল এবং গরুগুলোকে তিনি এমন ভাবে আদর যতœ করতেন যেন, নিজের সন্তান কিংবা রাজ্যকেও এতোটা ভালোবাসা দেখাননি। কারণ.........। তবে রাজা ছিলেন খুব তেজী মনের। ভাল মন্দ যাইহোক সোজা অর্থে বলে ফেলতেন। কারণ.........। যা হোক । একদিন সন্ধায় মাঠ থেকে ঘাস খাওয়া শেষে গরুগুলো বাড়ী এলেও ছাগলগুলো ফিরে আসেনি। এর কারণ জানতে চেয়ে রাখাল, উজির-নাজির সহ রাজ্যের সাধারণ প্রজাদেরকে রাজার দরবারে ডেকে আনা হলো। রাজা সিম্বা শেখ হুংকার দিয়ে সবাইকে বললেন, যাও-আমার শখের ছাগল গুলোকে খোজেঁ নিয়ে (এরপর পৃষ্ঠা-২) এসো। না হলে.........। সারা রাজ্য খোঁজেও ছাগল গুলোকে পাওয়া গেলোনা। রাজার ...
মাধবপুরে ভ্রাম্যমান আদালতে মাদক বহনকারীদের জরিমানা
মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় গত শনিবার দুপুরে বড়জেলা ক্যাম্পের বিজিবি ৫ মাদক বহনকারী আটক করেছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জানা যায় মাধবপুর উপজেলার বড়জেলা ক্যাম্পের হাবিলদার হাতেম আলীর নেতৃত্বে একদল বিজিবি সদস্য উপজেলার রাজনগর এলাকায় একটি সিএনজিতে অভিযান চালিয়ে দুই বোতল মদ সহ ৫ জনকে আটক করে। পরে সন্ধ্যায় তাদেরকে উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে নিয়ে আসলে সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিউল্লাহ্ ভ্রাম্যমান আদালতে বসিয়ে মাদক বহনের অভিযোগে সরাইল উপজেলার নোয়াগাঁও গ্রামের রেছাম উদ্দিনের পুত্র বোরহান উদ্দিন, একই গ্রামের খলিলুর রহমানের পুত্র কাউছার আলম, নুর আলী মৃধার পুত্র মোঃ শরীফ মৃধা, শেখ হুমায়ূন মিয়া পুত্র শেখ সালাউদ্দিনকে পাঁচ হাজার টাকা করে জরিমানা ও একই ...
জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা কমিটি গঠন
কাওছার খসরু সভাপতি, কুদ্দুছ আলী সাধারন সম্পাদক ও আরমান সাংগঠনিক সম্পাদক
একনিষ্ঠ এবং পেশাদারী সাংবাদিকদের সংঘবদ্ধ করার মধ্য দিয়ে স্বাধীন দায়িত্বশীল কল্যাণমুখী ও শক্তিশালী সংস্থা গঠনের লক্ষ্যে গত ১৩ এপ্রিল ২০১৪ তারিখ রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট উপজেলা কমপ্লেক্সের নজরুল একাডেমী কার্যালয়ে জাতীয় সাংবাদিক সংস্থা চুনারুঘাট উপজেলা কমিটি গঠন করা হয়। প্রভাষক আশরাফুল ইসলাম রাসেল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডাঃ এস. এম. সারওয়ার, বিশেষ অতিথি ছিলেন জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রাশেদুল হক রুজেন ও মোঃ মাসুম আজাদ। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পদক্ষেপ গণ পাঠাগারের গ্রন্থাগারিক হাবিবুর রহমান জলফু, মোঃ কদ্দুছ আলী, এস. এম. মিজানুর রহমান, আফসার চৌধুরী, এস. এম. ...
চুনারুঘাটের বর্শি শিকারী কমিটি গঠন
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে বর্শি (মাছ শিকার) শিকারী নামে একটি সংগঠন গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত শুক্রবার বিকেলে পৌর শহরের দক্ষিণ বাস স্ট্যান্ডের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে কাউন্সিলর আব্দুল খালেক আলাইকে সভাপতি, আব্দুল আজিজ মুহরীকে সহ-সভাপতি, মোঃ মুজিবুর রহমানকে সাধারণ সম্পাদক, হাজী আব্দুল আউয়ালকে সহ-সাধারণ সম্পাদক, আমির আলী মোল্লাকে সাংগঠনিক সম্পাদক, মহসিন মিয়াকে সহ-সাংগঠনিক সম্পাদক, আব্দুল কদ্দুছকে প্রচার সম্পাদক ও সনজব আলীকে কোষাধ্যক্ষ নির্বাচিত করে ৪১ সদস্য বিশিষ্ট চুনারুঘাট উপজেলা বর্শি শিকারী কমিটি গঠন করা হয়।
ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ী আটক ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসী আটক
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার বাল্লা সড়কের লক্ষীপুর নামক স্থান থেকে পুলিশ অভিযান চালিয়ে ভারতীয় ২৪ বোতল ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এ সময় পুলিশ নাম্বার বিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করে। পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট থানার দারগা আরিফুর রহমান ও শাহিন হোসেন বাল্লা সড়কে অভিযান চালায়। অভিযানকালে মাদক ব্যবসায়ী উপজেলার কালিচং গ্রামের আব্দুল গফুরের পুত্র জলফু মিয়া (৩০) ও দারাগাঁও গ্রামের সুরত আলীর পুত্র আমিন আলী (২২) কে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের আটক করে। পুলিশ আটককৃতদের নিকট থেকে ২৪ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী জানান,আটককৃতদের বিরোদ্ধে মাদক পাচার আইনে মামলা হবে।
অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার
স্টাফ রিপোর্টান ॥ চুনারুঘাট উপজেলার রামশ্রী গ্রামের মরা খোয়াই নদী থেকে অজ্ঞাত এক মহিলা (৩০) এর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকার লোকজন জানায়, গত বৃহস্পতিবার দুপুর ২ টায় অজ্ঞাত মহিলার লাশ মরা খোয়াই নদীতে দেখতে পেয়ে চুনারুঘাট থানার পুলিশকে খবর দেয় হয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ অমূল্য কুমার চৌধুরী জানান, প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে মহিলাকে হত্যা করে কে বা কারা ফেলে রেখে গেছে। পুলিশ লাশের সুরতহাল তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়। ময়না তদন্তের রির্পোট আসলে মৃত্যুর আসল রহস্য বেরিয়ে আসবে। ঘটনার ১ সপ্তাহ পাড় হলেও অজ্ঞাত ওই মহিলার পরিচয় পাওয়া যায়নি। কি কারণে ওই মহিলাকে হত্যা করা হয়েছে? ...
স্বর্গীয় আরাধন চন্দ্র শীল এর চর্তুথ মৃত্যু বার্ষিকী পালন
চুনারুঘাট উপজেলার নরপতি গ্রামের বাসিন্দা প্রখ্যাত সংগীত শিল্পী ওস্তাদ স্বর্গীয় আরাধন চন্দ্র শীল এর চর্তুথ মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নরপতি নিজ বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে গরীব দুঃখী মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। পরে তার জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলার ভক্ত অনুরাগীরা তার গুণকীর্তন করেন। স্বর্গীয় আরাধন চন্দ্র শীল গত ২০১০ সালের ২৬ এপ্রিল পরলোক গমন করেন।
পারিজাত পুষ্পের মালায় নতুন জেলা প্রশাসককে বরণ করল মনিপুরীরা
স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীন ৪ মাস হল হবিগঞ্জে যোগদান করেছেন। কিন্তু শনিবার ১ম তিনি পরিদর্শন করেন চুনারুঘাট উপজেলার ছয়শ্রী গ্রামে অবস্থিত মনীপুরিদের বিভিন্ন কার্যক্রম। এসময় ছয়শ্রী বিষ্ণুপ্রিয়া মনিপুরী সমাজ কল্যাণ সংস্থা ‘পারিজাত পুষ্পের মালা’ সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে তাকে বরণ করে নেয়। বিদ্যুৎ না থাকায় জেনারেটর উপর নির্ভর করে সাজানো হয় আকর্ষনীয় স্টেজ। ছিল আলো আধারীর খেলা। সাউন্ড সিস্টেমের বিট অনেক দুর পর্যন্ত বিস্তৃত। আলো ঝলমলে স্টেজকে আরো বেশী আলোকিত করেন, বাংলাদেশ আইডলের ৩য় হওয়া মনীপুরি শিল্পী মন্টি। পরিবেশন করেন নজরুল গীতি, আব্দুল করিমের গানসহ বাংলাদেশ আইডলে যে সকল গান পরিবেশন করেছিলেন তার মধ্য থেকে বাছাইকৃত গান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় ছিল আধুনিক আর লোকগীতির সমাহার। মৃদঙ্গের ...
প্রচন্ড গরমে ডায়রিয়ার প্রাদুর্ভাব
স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাটে প্রচন্ড গরমে উপজেলার গ্রাম ও পাহাড়ী অঞ্চলে ডায়রিয়া রোগ ব্যাপক আকারে দেখা দিয়েছে। গত কয়েকদিনে চুনারুঘাট হাসপাতালে ২’শ ১০জন ডায়রিয়া রোগীর চিকিৎসা নিয়েছে। প্রচন্ড গরমে ডায়রিয়াসহ, ভাইরাস জ্বর, চোখ ওঠা, শিশুদের নিউমোনিয়া ও হাপানিসহ বিভিন্ন রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে। প্রতিদিন হাসপাতাল ও ক্লিনিকগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা। এর মধ্যে শিশুদের সংখ্যা বেশি। তবে এসব রোগে আতঙ্কিত না হয়ে ডাক্তাররা সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন। চুনারুঘাট হাসপতালে ডায়রিয়া রোগীদের খাবার স্যালাইন ও পুশিং স্যালাইনের চরম সংকট দেখা দিয়েছে। হাসপাতালে ভর্তিকৃত ডায়রিয়া রোগীরা খাবার স্যালাইন ও পুশিং স্যালাইন সরবরাহ না পেয়ে বাহিরের ফার্মেসীগুলো থেকে কিনে আনতে হচ্ছে। ফলে গরীব ডায়রিয়া রোগীরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলার বিভিন্ন হাট বাজারের ...