কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার ॥ স্বাস্থ্য খাতে চুনারুঘাট আর পিছিয়ে থাকবে না। অতি সম্প্রতি চুনারুঘাটের ৫০ শয্যা হাসপাতাল সম্প্রসারিত ভবন উদ্ভোধন করা হবে। যে সকল পদ শূণ্য রয়েছে এ গুলোতে পর্যায়ক্রমে পূরণ করা হবে। দেশনেত্রী মাননীয় প্রধানমন্ত্রী স্বাস্থ্য বিভাগ নিয়ে অত্যন্ত সচেতন ও সুচ্ছার। কোন ধরনের দুর্নীতির আশ্রয় ও প্রশ্রয় মেনে নেওয়া হবে না। চুনারুঘাটে জাকজমকভাবে কমিউনিটি ক্লিনিকের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টায় আরসিএইচসিআইবি কমিউনিটি ক্লিনিক প্রকল্পের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে (এরপর পৃষ্ঠা-২) এবং সিভিল সার্জন কার্যালয় হবিগঞ্জের সহযোগিতায় এক বর্ণাঢ্য র‌্যালী পৌর শহরে বের করা হয়। র‌্যালী শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নিশিত নন্দী মজুমদার। ডাঃ টি এম নাহিদুল আলমের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শিক্ষানুরাগী মোঃ আবু তাহের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, ডাঃ এ এইচ আই মামুন, ডাঃ তানভীর রহমান চৌধুরী, ডাঃ মোজাম্মেল হোসেন, ডাঃ রায়হান মনওয়ার হাসান, ডাঃ সুরঞ্জন রায়, চুনারুঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের মিয়া মহালদার, আনিছুর রহমান আনিছ ও সাংবাদিক মোঃ ওয়াহেদ আলী প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের বলেন, উপজেলার স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়নের মাধ্যমে গরীব অসহায় মানুষের চিকিৎসা সেবার ব্যবস্থা করা হবে। অচিরেই ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের নতুন ভবনের উদ্বোধনের ব্যবস্থা করা হবে।

Share on Facebook

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *